দুর্গাপুরে কলসেন্টারের আড়ালে অনলাইনে যৌণচক্রের ফাঁদ, গ্রেফতার ২
আমার কথা, দুর্গাপুর, ২৫ অক্টোবর:
অনলাইনে যৌনচক্রের ফাঁদ পেতে টাকা হাতানোর ঘটনায় দুই জনকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ। বৃহস্পতিবার রাত্রে দুইজনকে কাঁকসার আড়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুইজনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ। কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতরা হলো ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা কুন্দন মন্ডল এবং দ্বিতীয় জন ঝাড়খণ্ডের হাজারীবাগের বাসিন্দা বিষ্ণুদেব প্রসাদ। পুলিশ জানিয়েছে কয়েক বছর ধরে কাঁকসা থানার আড়া এলাকায় একটি কল সেন্টার চালানোর নাম করে বাড়ি ভাড়া নিয়েছিল তারা। ভুয়া কলসেন্টারের আড়ালে অনলাইনে যৌনচক্রের ফাঁদ পাতে সিন্টু মন্ডল, কুন্দন মন্ডল ও বিষ্ণুদেব প্রসাদ। বিশেষ অ্যাপসের মাধ্যমে একের পর এক মহিলার সঙ্গে পুরুষের যৌন মিলনের ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকেই পাঠাতো। এরপরেই তাদের কাছে মোটা টাকা দাবি করা হতো। টাকা না দিলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখানো হত বলে অভিযোগ। এই ভাবেই তারা লক্ষ লক্ষ টাকা বিভিন্ন জনের কাছ থেকে হাতিয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। গত মে মাসে কাঁকসা থানার মলানদিঘি ফাঁড়িতে একটি অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কাঁকসা থানার পুলিশ। তদন্তে নেমে ওই তিনজনের নাম উঠে আসে। এর পরেই তদন্তে নেমে পুলিশ দুইজনকে গ্রেফতার করে। তল্লাশিতে বাজেয়াপ্ত হয়েছে তিনটি ভুয়া আধার কার্ড চারটি মোবাইল ফোন ও ছটি এটিএম কার্ড। তবে তিনজনের মধ্যে দুইজনের গ্রেপ্তারের খবর পেয়েই সিন্টু মন্ডল গা ঢাকা দেয়। ধৃতদের শুক্রবার মহকুমা আদালতে পেশ করা হলে। মহকুমা আদালতের বিচারক তাদের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।