দুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস লিক করে অসুস্থ ২ কর্মী
আমার কথা, দুর্গাপুর, ২ আগস্ট:
ফের দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনা। গ্যাস লিক করে অসুস্থ হয়ে পড়লেন দুজন স্থায়ী কর্মী। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে অন্যান্য কর্মীদের মধ্যে।
কারখানা সুত্রে জানা গিয়েছে, কারখানার কোকওভেন বিভাগে বৃহস্পতিবার নাইট ডিউটিতে গিয়েছেন উত্তম মুর্মু ও স্বরূপ ঘোষাল। সিফট শেষ হওয়ার আগের মুহূর্তে এই দুই কর্মী কাজ করছিলেন ৬নং ব্যাটারি গাইড কার প্ল্যাটফর্মে। সেই সময় আচমকাই গ্যাস লিক করে আর সেই গ্যাসে স্বরূপবাবু ও উত্তমবাবু অসুস্থ হয়ে সংজ্ঞাহীন হয়ে যান। সাথে সাথে অন্যান্য কর্মীরা দুজনকে উদ্ধার করে প্ল্যান্ট মেডিক্যালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে খবর দিলেও অ্যাম্বুলেন্স মেলেনি বলে অভিযোগ। তাই কর্মীরা নিজেদের গাড়ি নিয়ে প্ল্যান্ট মেডিক্যালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর প্ল্যান্ট মেডিক্যালের অ্যাম্বুলেন্সে করে ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুজনকে। সেখানে আইসিইউ বিভাগে চিকিৎসারত রয়েছেন দুজন।
অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ইডি ওয়ার্কস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে আইএনটিইউসি নেতৃত্ব।