দুর্গাপুরে দাঁড়িয়ে রাজ্যবাসীকে ঘরে অস্ত্র রাখার নিদান বিজেপির রাজ্য সহ সভাপতির

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৪নভেম্বরঃ
দুর্গাপুরের যুবক স্বরূপ সৌয়ের খুনের ঘটনায় রাজনৈতিক চাপানউতোর কিছুতেই বন্ধ হচ্ছে না। প্রতিবাদ পাল্টা প্রতিবাদে শাসক বিরোধীদের মিছিলে এখনও মৃত স্বরূপ সৌয়ের গ্রাম পারুলিয়া সরগরম হচ্ছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের এই খুনের পেছনে হাত রয়েছে বলে বারংবার বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে আর বিজেপির এই অভিযোগকে নস্যাৎ করে দিয়ে প্রতিবাদ মিছিলও বের করা হয় তৃণমূলের পক্ষ থেকে ওই গ্রামে। যদিও স্বরূপের খুনের পেছনে তার মা ও দাদার হাত রয়েছে এই অভিযোগে তাদের ইতিমধ্যে গ্রেফতারও করেছে পুলিশ। কিন্তু পুলিশ তৃণমূলের ইসারায় চলছে তাই স্বরূপের মা আর দাদাকে ফাঁসানো হচ্ছে এই অভিযোগে সঠিক তদন্তের স্বার্থে বিজেপির পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হচ্ছে। আজ মঙ্গলবার ফের সিবিআই তদন্তের দাবি জানিয়ে পারুলিয়া গ্রামে বিক্ষোভ মিছিল ও শেষে পথসভা করা হয় বিজেপির পক্ষ থেকে যার নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দোপাধ্যায়।
এদিনের এই পথসভা থেকে বিজেপির সহ সভাপতি রাজ্যবাসীকে নিজেদের ঘরে অস্ত্র রাখার নিদান দেন। কারন হিসেবে তিনি জানান যে, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির লোকজন খুন হচ্ছে আর তদন্তের আগেই পুলিশ বলে দিচ্ছে এটা আত্মহত্যা। তৃণমূলের গুন্ডারা অত্যাচার করলে মেরে চামড়া গুটিয়ে দিন। পুলিশ আর তৃণমূল একই কারন তৃনমূল যা বলছে পুলিশ তাই করছে। পুলিশ কিচ্ছু করবে না, তাই তৃনমূলের অসুরদের বধ করতে দেব দেবীর অস্ত্র রাখুন ঘরে- বললেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দোপাধ্যায়।