দুর্গাপুরে রেশন দুর্নীতির অভিযোগে গুদামে হানা খাদ্য দপ্তরের
আমার কথা, দুর্গাপুর, ১৪ জুনঃ
রাজ্যে রেশন দুর্নীতি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বিষয়টি নিয়ে কেন্দ্রের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তদন্তও করছে। এরই মধ্যে দুর্গাপুরে রেশনের গুদামে আচমকাই হানা দিলো রাজ্য খাদ্য দপ্তরের আধিকারিকগণ। এই তদন্তে জানা যায় প্রায় ১৬ লক্ষ টাকার খাদ্য সামগ্রী হয়েছে বলে অভিযোগ।
সুত্র মারফত জানা গিয়েছে,বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ কলকাতা থেকে চার সদস্যের এক প্রতিনিধি দল বেনাচিতি সংলগ্ন স্টিল মার্কেটে যে গুদামঘরটি রয়েছে সেখানে বিনা নোটিশে তদন্ত করতে আসেন। তদন্তে জানা যায়, চাল ও গম মিলিয়ে প্রায় ৬১০ বস্তার হিসেবে গরমিল আছে যার বাজার মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা। প্রায় দু ঘন্টা ধরে এই অভিযান চালান ওই প্রতিনিধি দলটি।
প্রসঙ্গতঃ স্টিল মার্কেটের এই রেশন গুদামে যে খাদ্য সামগ্রী মজুত থাকে তার থেকে শহরের বিভিন্ন রেশন দোকানে খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়। এই গুদামঘরের দেখাশুনার দায়িত্বে রয়েছেন হারু মন্ডল ও শিবপ্রসাদ মন্ডল। স্থানীয়দের অভিযোগ, এই গুদামের দেখাশুনার দায়িত্বে যারা রয়েছেন তাদের মদতেই চলছে এসব দুর্নীতি। এই গুদাম থেকে নানা সময়ে খাদ্য সামগ্রী খোলা বাজারে বিক্রি করে দেওয়ারও অভিযোগ উঠছে। যদিও এদিনের অভিযানের বিষয়ে কিছু বলতে চাননি আধিকারিকরা।