দুর্গাপুরে এবার করোনায় আক্রান্ত পুরো পরিবার সহ তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১ আগস্টঃ
আবারও শিল্পাঞ্চল দুর্গাপুরে ঘাস ফুল শিবিরে হানা দিলো করোনা ভাইরাস। আক্রান্ত হলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের প্রাক্তন জেলা সভপতি সহ তাঁর গোটা পরিবার। এমনকি আক্রান্ত হয়েছেন তাঁর গাড়ির চালকও। আজ অর্থাৎ শনিবার সকালে তাঁকে মলানদিঘির করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, দিন তিনেক আগে তৃনমূল নেতা উত্তম মুখোপাধ্যায়ের পুত্রবধূ জ্বরে আক্রান্ত হন। এরপর তাঁর পুত্রবধূ সহ তাঁর পুরো পরিবারের সমস্ত সদস্যদের সোয়াব পরীক্ষা করতে পাঠানো হয়। গতকাল অর্থাৎ শুক্রবার রাতে তাদের সকলের রিপোর্ট আসে আর সেই রিপোর্টে দেখা যায় তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি উত্তম মুখোপাধ্যা ও তাঁর পরিবারের ছয় সদস্য সহ তাঁর গাড়ির চালক করোনায় আক্রান্ত। রিপোর্ট পজিটিভ জানার পর তাদের সকালে মলানদিঘির করোনা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গতঃ দিন কয়েক আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের সদস্য সুজিত মুখোপাধ্যায়। দিন চারেকের মধ্যেই তিনি সম্পূর্ন সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। এরপর আবারও এক তৃণমূল নেতা করোনায় আক্রান্ত হলেন।