দুর্গাপুরে ঘরছাড়া ৪০টি বিজেপি পরিবারকে ফেরালো শাসকদল
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ১৮জুনঃ
দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহার গোগলা পঞ্চায়েতের মাধাইপুর এলাকায় ঘরে ফিরল চল্লিশটি বিজেপি সমর্থক পরিবার। মিষ্টিমুখ করিয়ে তাদের ঘরে ফেরাল তৃণমূল নেতারা।
রাজ্যে ভোট পরবর্তী হিংসার কারণে ঘরছাড়া বিরোধী দলের বহু কর্মী সমর্থক । বিষয়টি নিয়ে সরব হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি নেতৃত্ব। রাজ্যের কোথাও সন্ত্রাস নেই বলে পাল্টা দাবি তৃণমূলের। বিষয়টি নিয়ে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ তাদের। রাজনৈতিক এই চাপান-উতোর এর মাঝেই শুক্রবার লাউদোহার গোগলা পঞ্চায়েতের মাধাইপুর এলাকায় তৃণমূল নেতৃত্বের সহযোগিতায় ঘরে ফিরল বিজেপি সমর্থক চল্লিশ-টি পরিবার। এদিন মাধাইপুর কোলিয়ারি চত্বরে তৃণমূল কার্যালয়ে ঘরে ফেরা বিজেপি সমর্থকদের মিষ্টি খাইয়ে তাদের বাড়ি পৌঁছে দেন তৃণমূল নেতাকর্মীরা। তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি গৌতম ঘোষ, তৃণমূল নেতা কাঞ্চন দাস, দলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় সহ অন্যরা। সুজিত বাবু জানান ২-মে ফল প্রকাশের দিন ভয় পেয়ে পরিবারগুলি এলাকাছাড়া হয়। বিষয়টি আমাদের জানা ছিল না। পরে ঘরছাড়াদের পক্ষে বিজেপি নেতা শ্রীরাম সিং আমাদের সাথে ফোন মারফত যোগাযোগ করে ঘরে ফেরানোর আর্জি জানান। বিষয়টি আমরা এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করি। বিধায়ক তাদের ঘরে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশ মেনে এদিন আমরা তাদের ঘরে ফিরিয়ে দিলাম বলে জানান সুজিত বাবু। অন্যদিকে এদিন ঘরে ফেরা বিজেপি নেতা শ্রীরাম সিং বলেন আমাদের উপর কোন আক্রমণ হয়নি। ভয় পেয়েই নিজেরা অন্যত্র গিয়েছিলাম। স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘরে ফেরার জন্য আমাদের সাথে সমস্ত রকম সহযোগিতা করেছেন। ভোটের সময় বিজেপিতে যোগ দেওয়া টা ভুল হয়েছিল বলেও শ্রীরামবাবু স্বীকার করেন এদিন। এদিনের বিষয়টি নিয়ে বিজেপি দলের পক্ষে কারো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।