দুর্গাপুরে ভিন রাজ্যের কর্মীদের কাজে ঢুকতে বাধা, মারধর, জখম ২
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৪মার্চঃ
দুর্গাপুরের ফুড করপোরেশন অব ইন্ডিয়ায় ভিন রাজ্য থেকে কাজে যোগ দিতে আসা আস্থায়ী শ্রমিকদের মারধরের অভিযোগ। আহত আটজন। মাথা ফাটিয়ে দেওয়া হয় ২ জনের বলে অভিযোগ অস্থায়ী শ্রমিকদের। তড়িঘড়ি কোক ওভেন থানার পুলিশ দুই ভিন রাজ্যের শ্রমিককে নিয়ে যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে।
ঘটনাটি দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সগরভাঙ্গার ফুড কর্পোরেশন ডিপোর সামনে। ঘটনার সূত্রপাত, আজ বৃহস্পতিবার সকালে বিহারের বক্সা থেকে আসা ভিন রাজ্যের ১০৭জন বেসরকারি কর্মী নিয়োগ সংস্থার শ্রমিক কাজে যোগ দিতে আসে সগরভাঙার ফুড কর্পোরেশনের গোডাউনে। ভেতরে ঢুকতে বাধা দেয় এখানকার ডিপোর ১১৮জন স্থায়ী শ্রমিক বলে তাদের অভিযোগ।
স্থায়ী শ্রমিকদের অভিযোগ, তাদেরকে সিউড়িতে বদলি করে দিয়ে সেই জায়গায় এই বেসরকারি এজেন্সির ভিন রাজ্যের শ্রমিকদের নিয়ে নেওয়া হচ্ছে। এটা তারা মানবেন না।
ভিন রাজ্যের শ্রমিকদের অভিযোগ, চলতি মাসের আট তারিখ থেকে তারা ফুড কর্পোরেশনের নিয়োগ সংক্রান্ত কাগজপত্র হাতে পাওয়ার পরও ভেতরে ঢুকতে পারছেন না, বাধ্য হয়ে তারা ঘর ভাড়া করে ১০৭জন বসে রয়েছে। তাদের কাজে যোগ দিতে বাধা দেওয়া হয়। মারধর করা হয়। উত্তেজিত ভিন রাজ্যের শ্রমিকরা দুর্গাপুরের এএসবি মোড় অবরোধ করে দিয়ে বিক্ষোভ শুরু করে দেয়।
কোকওভেন থানার পুলিশ এসে তড়িঘড়ি অবরোধ তুলে দেয়। রক্তাক্ত দুই ভিন রাজ্যের শ্রমিককে পুলিশ গাড়িতে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় নিমেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার দায় অস্বীকার করেছেন সগরভাঙার ফুড কর্পোরেশন গোডাউনের স্থায়ী শ্রমিকরা। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ বলে দাবি তাদের।