দুর্গাপুরে ট্রাকের ধাক্কা অটোতে, মৃত্যু চালক সহ যাত্রীর

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৭ অক্টোবরঃ
আটো -ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই জনের।
মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছেবকোক ওভেন থানার অন্তর্গত দুর্গাপুর স্টেশন বাজার সংলগ্ন রেল ব্রিজের উপরর।
স্থানীয় সূত্রে খবর, রাত ১১.৩০ নাগাদ রেল ব্রিজের উপর বাঁকুড়া জেলার বড়জোড়া- দুর্গাপুর রুটের একটি আটোকে ধাক্কা মেরে পালায় একটি ট্রাক। ওই দুর্ঘটনায় অটোচালকের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। অটোতে থাকা একজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, অটোর চালক ও এক যাত্রীর মৃত্যু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতদের নাম পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ।
পুরো ঘটনায় বেশ কিছুক্ষণ রেলের ফ্লাইওভার এর উপর যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ সূত্রে খবর ঘাতক ট্রাকটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।