কালনায় সিপিএম প্রার্থীর মনোনয়ন খারিজ, আইনী পদক্ষেপের হুশিয়ারী
আমার কথা, পূর্ব বর্ধমান(কালনা), ১১ ফেব্রুয়ারীঃ
পরপর দুবার কালনা পৌরসভার কাউন্সিলর হলেও এবার নমিনেশনের স্কুটিনিতে বাদ গেলেন সিপিএম প্রার্থীর প্রার্থীপদ। সরকারি সুবিধাপ্রাপ্ত কালনা পৌরসভার স্বাস্থ্যকর্মী হাওয়ায় স্ক্রুটিনির দিনে নমিনেশন পদ খারিজ হয়ে গেল, কালনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে দাঁড়ানো সিপিআইএম প্রার্থী মনিপ্রভা ভাদুড়ীর।
জানা গিয়েছে ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুনীল চৌধুরী মহকুমা শাসকের কাছে অভিযোগ জানান, মনিপ্রভা ভাদুড়ী পৌরসভার বেতনভুক স্বাস্থ্যকর্মী। এর পরে এদিন বৃহস্পতিবার তার মনোনয়ন বাতিল হয়ে যায়।
এ প্রসঙ্গে সিপিএম প্রার্থী মনিপ্রভা ভাদুড়ি বলেন তৃণমূল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চান তাই এ রকম অভিযোগ করেছেন। আমি একটি সংস্থার অধীনস্থ স্বাস্থ্যকর্মী. আমি এক সংস্থার দ্বারা আমি বেতন পাই, আমি পৌরসভার থেকে বেতন পাই না।
এ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী সুনীল চৌধুরী বলেন সিপিএম প্রার্থী পৌরসভা থেকে বেতন পায় সেই তথ্যই আমি তুলে ধরেছি নির্বাচন কমিশনকে। তাই তিনি পৌরভোটে দাঁড়াতে পারেন না।