কাঁকসার জলাশয় কান্ডে প্রশাসনের নির্দেশকেও বুড়ো আঙ্গুল, বিপাকে চাষীরা
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৪ফেব্রুয়ারীঃ
মাস কয়েক কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর অঞ্চলের চার মাইলে একটি জলাশয় ভরাট কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দারা বেআইনি ভাবে জলাশয় ভরাটের প্রতিবাদ জানান। পাশাপাশি কাঁকসা ব্লক প্রশাসনকে বিষয়টি জানানো হলে কাঁকসা ব্লক প্রশাসন ভরাট হওয়া জলাশয়ের মাটি উঠিয়ে পুনরায় জলাশয় আগের অবস্থানে ফেরানোর জন্য নোটিশ দিলেও ঘটনার দশ দিন কেটে গেলেও জলাশয় থেকে মাটি না ওঠানোর ফলে চাষের কাজ শুরু করতে পারছেন না কৃষকরা।
কৃষকদের দাবি ইতিমধ্যে ওই এলাকার সেচ খালে চাষের জন্য জল ছাড়া হয়েছে দ্রুত ওই জলাশয় থেকে মাটি না উঠলে ওই এলাকার কৃষকরা চাষের কাজ শুরু করতে পারছেন না।