কাঁকসায় নাবালিকা পরিচারিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগ বিজেপির বহিষ্কৃত নেতার বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত

আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২৯ডিসেম্বরঃ
দীর্ঘ আট মাস ধরে বাড়ির নাবালিকা পরিচারিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল কাঁকসার বাসিন্দা এক শিক্ষক তথা বিজেপির বহিষ্কৃত বিজেপি নেতার বিরুদ্ধে। থানায় অভিযুক্তের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ওই নাবালিকার পরিবারের তরফে। কিন্তু গা ঢাক দিয়েছেন ওই শিক্ষক।
কাঁকসা শোকনা পাড়ার বাসিন্দা ওই নাবালিকা পরিবারে অভাবের জন্য নডিহা হাই স্কুলের শিক্ষক অভিযুক্ত কালু রাজ ঘোষের বাড়িতে বিরুডিহায় বছর আটেক আগে পরিয়ারিকার কাজে নিযুক্ত হয়। নাবালিকার অভিযোগ কয়েক মাস ধরে তাকে লাগাতার শারীরিক নির্যাতন করে চলেছে। বিশেষ করে ওই শিক্ষকের স্ত্রী যিনি নিজেও পেশাস্য একজন শিক্ষিকা, যদি কয়েকদিনের জন্য বাড়ির বাইরে যেতেন তখন ঘরে একা পেয়ে না কালু রাজ এই অপকর্মটি করতেন নাবালিকার সাথে। শুধু তাই নয় এও অভিযোগ উঠছে যে, তাঁকে রীতিমতো ভয় দেখিয়ে এই কাজটি করতেন কালু রাজ। এরপর গতকাল ফের ওই জঘন্য কাজ করতেন গেলে নাবালিকা তাঁর পরিবারকে সমস্ত বিষয়টি জানায়।
পেশায় ক্ষেত মজুর নাবালিকার বাবা থানায় অভিযোগ জানানোর পর বলেন যে, গতকাল তাঁর মেয়ে জানায় যে কালু রাজ তাকে অত্যাচার করছে, সে বাড়ি ফিরতে চায়। এরপর নাবালিকার বাবা তাঁকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার পর মেয়েটি তাঁর পরিবারকে সমস্ত বিষয়টি খুলে জানায়। কালু রাজের বিরুদ্ধে এরপর কাঁকসা থানায় লিখিত অভিযোগ জানানো হয় গতকাল অর্থাৎ সোমবার রাতে। নাবালিকার পরিবার অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন। পাশাপাশি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ওই শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছেন নাবালিকার গামের বাসিন্দারা। তাঁরা এই ঘটনায় নাবালিকার পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
অপরদিকে, ওই শিক্ষিকার এলাকার এক বাসিন্দা অনিমেষ রায় বলেন যে, এরকম একটি ঘটনার কথা শুনেছি, তবে ওই শিক্ষকের সম্বন্ধে আগে কখনও কোনো খারাপ কিছু শুনিনি। পাড়ায় মিশুকে বলেও সুনাম আছে, সাথে তিনি বাড়িতে অনেক ছাত্রছাত্রীকে পড়াতেন।
এদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকা ছেড়ে পালিয়ে যান বিজেপির ৪নং মন্ডলের বহিষ্কৃত সভাপতি কালু রাজ ঘোষ। তাঁর খোঁজে তল্লাশী শুরু করেছে পুলিশ।