লকডাউনের মাঝেই শহরে দাপিয়ে বেড়ালো গজরাজ
আমার কথা, ঝাড়গ্রাম, ২৩এপ্রিলঃ
লকডাউনে ঝাড়গ্রাম শহরে দাপিয়ে বেড়াল গজরাজ,পুলিশ ও বন দপ্তরের কর্মীদের চেষ্টায় হাতিটিকে অবশ্য জঙ্গলের দিকে তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। তবে হাতিটি ফের শহরে ঢুকে পড়তে পারে এমন আশঙ্কায় ত্রস্ত হয়েছেন শহরবাসী।
বন দপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শুকনিবাসার দিক থেকে কিছু লোকজন হাতিটিকে তাড়িয়ে কন্যাডোবা হয়ে শহরে ঢুকিয়ে দেন। মেহেরাবাঁধ শ্মশান এলাকায় হাতিটিকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। লোকজনের তাড়া খেয়ে হাতিটি বামদা, নতুনডিহি এলাকা হয়ে লোকালবোর্ডের কাছে চলে আসে। তারপরে তাড়া খেয়ে হাতিটি রেলওয়ে সব্জি মার্কেটের রাস্তা দিয়ে স্টেশন এলাকা হয়ে ঘোড়াধরার দিকে চলে যায়।
খবর পেয়েই ঐরাবত গাড়ি নিয়ে বনকর্মীরা হুটার বাজিয়ে হাতিটিকে তাড়িয়ে নিয়ে যান। পুলিশ গাড়িও হাতিটির পিছু নেয়।