লাউদোহায় তৃণমূলের মহামিছিলে অনুপস্থিত বিধায়ক ঘনিষ্ট ব্লক সভাপতি, জোর জল্পনা
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ২৪ডিসেম্বরঃ
কেন্দ্র সরকারের নয়া কৃষি বিল প্রত্যাহার, রাজ্যে বিজেপির নৈরাজ্য তৈরির চেষ্টার প্রতিবাদে লাউদোহায় মহামিছিল করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সকালে স্থানীয় এমআইসি মোড় থেকে মিছিলটি শুরু হয়। থানা ঘুরে মিছিলটি শেষ হয় বিডিও দপ্তরের সামনে। সেখানে হয় পথসভা। এদিনের মিছিলে ব্লকের ছটি অঞ্চল থেকে প্রায় পাঁচ হাজার লোক সামিল হয়ে ছিলেন বলে দাবি করা হয় তৃণমূলের পক্ষ থেকে। এদিনের মহা মিছিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা নেতা উত্তম মুখোপাধ্যায়, দেবাশীষ আচার্য, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্যামল বাগদি সহ অন্যান্যরা। এদিনের মিছিল থেকে বক্তারা কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হন।
উত্তম মুখার্জী বলেন, নয়া কৃষি আইন কৃষকদের পরিপন্থী। কৃষকদের পেটে মেরে কর্পোরেট সংস্থাগুলিকে মুনাফার সুযোগ করে দিতেই কেন্দ্রের বিজেপি সরকার এই বিল কার্যকর করতে তৎপর হয়েছে বলে অভিযোগ করেন তিনি ।
দেবাশিষ আচার্যের অভিযোগ, রাজ্যে রাজনৈতিকভাবে তৃণমূলের মোকাবেলা করতে পারছে না বিজেপি। তাই মিথ্যাচার, অপমান আর নৈরাজ্য সৃষ্টি করছে তারা। সামনের বিধানসভা ভোটে বাংলার মানুষ বিজেপিকে ব্যালটে জবাব দেবে বলে জানান তিনি।
প্রসঙ্গতঃ আজকের মহামিছিলে এলাকার পুরনো বহু তৃণমূল নেতা কর্মীকে সামিল হতে দেখা গেলেও উল্লেখযোগ্য ভাবে অনুপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়, ব্লক যুব তৃণমূল সভাপতি পলাশ পান্ডে। এই বিষয়ে ফোনে সুজিতবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন দলের ”বঙ্গধনি”- কর্মসূচি চলছে, আমি সেই কর্মসূচিতে ব্যস্ত আছি তাই মিছিলে যেতে পারিনি। দলের যেসব পদাধিকারী আজ মিছিলে অনুপস্থিত ছিলেন তারা এলাকার বিধায়ক জিতেন্দ্রর তেওয়ারির অনুগামী হিসেবে পরিচিত। তাই দলের মধ্যেই অনুপস্থিত নেতাদের ঘিরে তৈরি হয়েছে জল্পনা।