মেমারিতে ব্রিজের রেলিং ভেঙে ঝুলে পড়ল সরকারী বাস, জখম ৭
আমার কথা, পূর্ব বর্ধমান(মেমারী), ২ মেঃ
সোমবার পূর্ব বর্ধমান জেলার মেমরিতে বাস দুর্ঘটনায় গুরুতর আহত হয় ৭জন বাসের যাত্রী।
খবর পেয়ে ঘটনাস্থলে মেমারী থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় সংস্থার যাত্রীবাহী বাসটি ২নম্বর জাতীয় সড়ক ধরে করুনাময়ী থেকে আসানসোল যাওয়ার পথে পূর্ব বর্ধমানের মেমারীর পালসিট সংলগ্ন কানাইডাঙা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে ঝুলে পড়ে বাসটি। বাসে সেই সময় ৬০ জন যাত্রী ছিলো। যার মধ্যে আহত হয় ৭ জন। আহত দের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাসটির এক যাত্রী সৌরভ বসু জানিয়েছেন, বাসটি ভোরের দিকে রওনা হওয়ায় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। আচমকা দুর্ঘটনায় তাই নিজেদের সামলাতে পারেননি। ফলে অনেকেই আহত হন।
যাত্রীদের সঙ্গেই কথা বলে পুলিশ জেনেছে, বাসটি অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল। একটি খালের উপরের সেতুতে উঠে হঠাত্ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লাগে বাসটির। তাতেই ছিটকে কানাইডাঙার সেচখালের সেতুর রেলিং ভেঙে বাসটি ঝুলে পড়ে। জখম হন যাত্রীরা। স্থানীয়রাই প্রথমে উদ্ধারের কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে এসে পৌঁছয় মেমারি থানার পুলিশ।
এসডিপিও (দক্ষিণ) সুপ্রভাত চক্রবর্তী জানান, খুব দ্রততার সঙ্গে দুর্ঘটনার পর যাত্রীদের উদ্ধার করা হয়েছে। মেমারি থানার ওসি এবং পালসিট পুলিশ ক্যাম্পের পুলিশকর্মীরা তাড়াতাড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতা করেন। যাত্রীদের উদ্ধার করে অনাময় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজন মহিলার আঘাত গুরুতর। বাকি যাত্রীদের অন্য বাসে চাপিয়ে গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করা হয়েছে।