খনি এলাকায় জনজীবনে পড়ল না বনধের প্রভাব, আটক ৭ বিজেপি সমর্থক
আমার কথা, অন্ডাল, ২৮ আগস্টঃ
মঙ্গলবার নবান্ন অভিযানে ছাত্রদের উপর পুলিশী নির্যাতনের প্রতিবাদে বুধবার ১২ ঘন্টা বাংলা বনধের ডাক দেয় বিজেপি। এদিন সকালে বনধের সমর্থনে অন্ডাল এলাকায় কয়েকটি জায়গায় পথে নামতে দেখা যায় বিজেপি সমর্থকদের। পাল্টা জনজীবন স্বাভাবিক রাখতে পথে নামে শাসক দলের নেতা কর্মীরাও। তবে অন্ডাল, পাণ্ডবেশ্বর ও লাউদোহা থানা এলাকায় বন্ধের প্রভাব লক্ষ্য করা যায়নি। স্বাভাবিক ছিল জনজীবন। খোলা ছিল দোকান পাট বাজার। পরিবহন ব্যবস্থাও ছিল স্বাভাবিক। স্কুল কলেজেও হচ্ছে পঠন-পাঠন। এদিন বেলা সাড়ে দশটা নাগাদ উখরা বাজপাই মোড় ও শংকরপুর মোরে রাস্তা অবরোধের চেষ্টা করে বিজেপি সমর্থকেরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ । পুলিশ অবরোধকারীদের উঠিয়ে দিতে গেলে সাময়িক উত্তেজনা ছড়ায় । জোর করে রাস্তা অবরোধের চেষ্টার অভিযোগে পুলিশ ৭-জনকে আটক করে ।