করোনা মোকাবিলায় এবার শিল্পাঞ্চল দুর্গাপুরে বিরোধী দলের উদ্যোগে অ্যান্টিবডি পরীক্ষার শিবির
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১১আগস্টঃ
করোনা মোকাবিলায় রাজ্য হোক কিংবা কেন্দ্র সরকার কারোর উপরেই আর ভরসা রাখা যাচ্ছে না। করোনা সংক্রমণ রোধে এই দুই সরকারই ব্যর্থ। তাই ক্রমশ বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। এই অভিযোগে এবার শিল্পাঞ্চল দুর্গাপুরে করোনা মোকাবিলায় রক্তের অ্যান্টিবডি পরীক্ষার উদ্যোগ নেওয়া হল সিপিআই(এম) এর উদ্যোগে।
শহীদ ক্ষুদিরাম বসুর আজ মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে দুর্গাপুর পূর্ব ২ নং এরিয়া কমিটির উদ্যোগে করোনা প্রতিরোধ কর্মসূচীর অঙ্গ হিসাবে অনুষ্ঠিত হয় “রক্তে অ্যান্টিবডি টেস্ট”। এইদিন সগড়ভাঙ্গা গ্রাফাইট ইউনিয়ন অফিস রবীন সেন ভবনে শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। মাল্যদান করেন জেলা নেতৃত্ব পঙ্কজ রায় সরকার, এরিয়া কমিটির সম্পাদক সিদ্ধার্থ বসু, সিআইটিইউ নেতৃত্ব মতলব আলি, নিত্যহরি দত্ত সহ ছাত্র-যুব নেতৃত্ব।
যতসামান্য খরচে অর্থাৎ সাধারন মানুষের সাধ্যের কথা মাথায় রেখে এই শিবিরের আয়োজন করা হয় আর এদিন প্রায় দু’শ জনের মতো দুর্গাপুরবাসীর রক্তে অ্যান্টিবডি টেস্ট করানো হয়। মুম্বাইয়ের একটি বেসরকারী মেডিক্যাল সংস্থার সহায়তায় এই শিবিরটি করা হয়।
সিপিআই(এম) নেতা পঙ্গকজ রায় সরকার বলেন, “আমরা শুরু থেকেই র্যাপিড অ্যান্টিবডি টেস্টের কথা বললেও রাজ্য সরকার তাতে কর্ণপাত করেনি। এখন রাজ্য মুখ্যসচিব বলছেন রাজ্যের বিভিন্ন জায়গায় গোষ্ঠী সংক্রমন দেখা দিয়েছে। আমরা এই কারনেই বিভিন্ন জায়গায় তাই অ্যান্টিবডি টেস্টের ব্যবস্থা করছি। আগামীদিনেও আমরা অনেকগুলো ক্যাম্প করব।”