লক্ষ লক্ষ টাকার প্রচারই সার, পানাগড়ে বিঘা বিঘা জমিতে চললো নাড়া পোড়ানো
আমার কথা, কাঁকসা, ২৭ ডিসেম্বরঃ
নাড়া পোড়ানো বন্ধ করতে প্রশাসনের পক্ষ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে নানান কর্মসূচী গ্রহণ করা হলেও আদতে তা যে বিফল, সেই ছবি ধরা পড়লো পানাগড়ের চাঁদপুর এলাকায়। শুক্রবার দুপুরে প্রায় এক কিলোমিটার জুড়ে ধানের ক্ষেতে আগুন জ্বলতে দেখা যায়। পাশাপাশি ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকায়।একই সাথে পানাগড় থেকে রণডিহা যাওয়ার রাস্তা ধোঁয়ায় ঢেকে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।স্থানীয়দের অভিযোগ প্রশাসনের এই বিষয়ে কোনো নজরদারি নেই। লক্ষ লক্ষ টাকা খরচ করে ব্যানার পোস্টার তৈরি করে কৃষকদের নাড়া পোড়ার বিষয়ে সচেতন করা হলেও এই বিষয়ে কোনো রকম ভাবেই সচেতন নেই কৃষকরা। গত কয়েকদিন আগেই ওই এলাকার অধিকাংশ জমির ধান মেশিনের সাহায্যে তুলে নেওয়ার ফলে সেই সমস্ত ফাঁকা জমিতে পরে থাকা খরে কে বা কারা সকালে আগুন লাগিয়ে দেয়।দুপুর নাগাদ সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। প্রায় ১কিলোমিটার এলাকা জুড়ে জ্বলতে থাকে আগুন।