কয়লা পাচার করতে গিয়ে পানাগড়ে ধরা পড়ল এক ব্যাক্তি
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১১ ফেব্রুয়ারীঃ
শুক্রবার ভোর রাত্রে পানাগড়ের দার্জিলিং মোড়ের কাছে বস্তায় করে কয়লা বোঝাই করে পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম সুকুমার লোহার,তার বাড়ি কাঁকসার পানাগড় গ্রামে। ধৃত সুকুমার লোহারকে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ। শুক্রবার ভোরে কাঁকসা থানার পুলিশের ভ্যান টহল দেওয়ার সময় ওই ব্যক্তিকে বস্তায় করে কয়লা পাচার করতে দেখে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তার কথায় অসঙ্গতি দেখে তাকে গ্রেফতার করে পুলিশ।