পানাগড়ে পুলিশের উদ্যোগে লরি চালকদের জন্য চক্ষু পরীক্ষা শিবির
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১১ ডিসেম্বরঃ
দিল্লি কলকাতাগামী জাতীয় সড়কে নিত্যদিন বহু লরি এবং অন্যান্য ভারী যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কে ছোট বড় দুর্ঘটনা ঘটে যায় নিত্যদিন। তবে দুর্ঘটনার প্রধান কারণ হলো চালকদের চোখের সমস্যা। তাই শনিবার পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতর লরি চালকদের চোখ পরীক্ষার ব্যবস্থা করল কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা। শনিবার সকাল থেকেই পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত থেকে শিবিরের সূচনা করেন ডিসিপি(হেডকোয়াটার) অংশুমান সাহা, কাঁকসার এসিপি, কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি সুদীপ রায় সহ অন্যান্য ট্রাফিক পুলিশের কর্মীরা।
ডিসিপি(হেডকোয়ার্টার) অংশুমান সাহা বলেন দুর্ঘটনার প্রধান কারণ হলো চালকদের চোখের সমস্যা। যদি চালকদের চোখ পরীক্ষা করে দ্রুত চোখের সমস্যা দূর করা যায় তাহলে দুর্ঘটনা অনেকাংশে রোধ করা যাবে। তার জন্য যথাযথ ব্যবস্থা তারা নিয়েছেন। দুর্ঘটনা অনেকটাই কম হবে বলে অনুমান ট্রাফিক পুলিশের আধিকারিকের।