পান্ডবেশ্বরে জিতেন ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি, গুলি
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৬মার্চঃ
তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি ও বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে বৈদ্যনাথপুর পঞ্চায়েত এলাকার দান্যগ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার গভীর রাতে গুলি ও বোমাবাজির ঘটনাটি ঘটে পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ তথা তৃণমূল নেতা মুনির মন্ডলের বাড়ি লক্ষ্য করে। ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করেছে একটি গুলির খোল ও একটি সকেট বোমা। মুনির বাবু এলাকায় সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া জিতেন্দ্র তেওয়ারির ঘনিষ্ঠ বলে পরিচিত। জিতেন বাবু দল বদল করলেও মনির মণ্ডল দলেই রয়েছেন।
ঘটনা প্রসঙ্গে মনির বাবু বলেন রাত ১২টা ৪০ নাগাদ তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা বাজি করা হয়। কে বা কারা কি উদ্দেশ্যে এ বোমা বাজি করল বিষয়টি পরিষ্কার নয়। থানায় অভিযোগ দায়ের করেছি , পুলিশ ঘটনার তদন্ত করে দেখুক বলে জানান মনির বাবু। তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় ধীবর বলেন এটা বিজেপির কাজ। ভোটের আগে এলাকায় অশান্তি ছড়াতে বিজেপি এ কাজ করেছে বলে অভিযোগ।
অন্যদিকে বিজেপি নেতা সুজয় সূত্রধর বলেন এই ঘটনার সাথে বিজেপির কোন যোগ নেই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা। পুলিশ সঠিক তদন্ত করলে সত্য উঠে আসবে বলে দাবি করেন তিনি।