করোনার কবলে এবার পান্ডবেশ্বরের এক অন্তঃস্বত্তা মহিলা
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২৭জুলাইঃ
এবার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন এক প্রসূতি। পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বর থানার অন্তর্গত হরিপুর এলাকার বাসিন্দা ওই মহিলা।ওই মহিলা বর্তমানে নয় মাসের অন্তঃসত্তা। সেই কারনে তিনি স্বাস্থ্যপরীক্ষার জন্য চিকিৎসকের কাছে গেছিলেন। নিয়ম মাফিক প্রসবের আগে প্রতি প্রসূতির করোনা পরীক্ষা করা আবশ্যিক। সেই মতো তাঁর লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর আজ সোমবার ওই প্রসূতির রিপোর্ট পজিটিভ আসে বলে জানান হরিপুর পঞ্চায়েতের উপপ্রধান গোপীনাথ নাগ। বিষয়টি জানার পরেই পান্ডবেশ্বর থানার পুলিশ ও পঞ্চায়েত সমিতি থেকে উদ্যোগ নিয়ে মলানদিঘির করোনা হাসপাতালে ভর্তি করে।
এদিকে ওই প্রসূতির পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তাদের লালারস সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হবে বলেও জানানো হয়েছে প্রশাসনের তরফে। এছাড়াও প্রসূতির বাড়ি সহ ওই এলাকা জীবানুমুক্ত করা হবে আগামীকাল। সম্ভবতঃ পশ্চিম বর্ধমান জেলায় প্রথম কোনো প্রসূতি করোনায় আক্রান্ত হলেন। ফলে ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।