পান্ডবেশ্বর কেন্দ্রে শান্তিতেই মিটল ভোটদান পর্ব
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২৬এপ্রিলঃ
পশ্চিম বর্ধমান জেলার নয়টি আসনের মধ্যে আকর্ষণীয় কেন্দ্র ছিল পাণ্ডবেশ্বর। অশান্তির আশঙ্কাও ছিল ভোটে এই কেন্দ্রে। তবে শেষ পর্যন্ত মোটের উপর শান্তিতেই ভোট হয়েছে দাবি নির্বাচন কমিশনের। সন্ধ্যে ছটা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে ৭১% বলে সূত্রের খবর। মোট ২০৫টি বুথের মধ্যে ১৮৫ টি বুথকে স্পর্শকাতর’ ঘোষণা করেছিল কমিশন। এই বুথগুলোতে ওয়েব ক্যাম্প এর মাধ্যমে নজর রেখেছিল প্রশাসন। সকাল সাড়ে সাতটায় স্থানীয় বালুডাঙ্গা বুথে সস্ত্রীক ভোট দেন তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী । তারপর তিনি সারাদিন বিভিন্ন বুথ পরিদর্শন করেন। বিভিন্ন বুথের দায়িত্বে থাকা কর্মীদের সাথে দেখা করে ভোটের খোঁজ যেমন নেন তেমনি প্রয়োজনীয় নির্দেশও দেন কর্মীদের। অন্যদিকে সাতটায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হতেই বুথ পরিদর্শন করতে দেখা যায় বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে। তবে কোনো বুথেই তিনি বেশিক্ষণ থাকেনি। সারাদিন ছুটে বেড়িয়েছেন এক বুথ থেকে অন্য বুথে। সংযুক্ত মোচা প্রার্থী সুভাষ বাউরিকেও ভোটের দিন দেখা গেল বুথে বুথে ঘুরতে। ভোটে অশান্তি রুখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল একাধিক পদক্ষেপ। প্রতিটি বুথে ছিল সশস্ত্র নিরাপত্তা বাহিনীর জওয়ান ও রাজ্য পুলিশ আধিকারিকরা। তবে বিধানসভা এলাকার কয়েকটি জায়গায় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তা অভিযোগ করেছে তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন বাহিনীর আচরণ নিরপেক্ষ ছিল না কিছু জায়গায়। তবে ভোট ভালো হয়েছে আর নিজের জয় সম্পর্কে নিশ্চিত বলে জানান নরেন্দ্রনাথ বাবু। বিজেপি প্রার্থী জিতেন্দ্রনাথ বাবু বলেন ভোট ভালো হয়েছে, মানুষ নিজের ভোট নিজে দিয়েছ। নির্বাচন কমিশন যেসব পদক্ষেপ নিয়েছিল তারও প্রশংসা করেন জিতেন্দ্রনাথ বাবু। ভোট শেষে তিনি বলেন মানুষ যাকে ভোট দিয়েছে সেই জিতবে। সংযুক্ত মোর্চা প্রার্থী সুভাষ বাউড়িও ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেন।