রানীগঞ্জে একসাথে ১৪জন পুলিশকর্মী করোনায় আক্রান্ত, আতঙ্ক ছড়ালো শহরে
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৯জুলাইঃ
রানীগঞ্জে ক্রমশ বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। এবার একসাথে ১৪ জন পুলিশকর্মীর একসাথে করোনায় আক্রান্তের কারনে রীতিমতো আতঙ্ক ছড়ালো রানীগঞ্জে। পশ্চিম বর্ধমান জেলায় এই প্রথম একসাথে এতজন পুলিশকর্মীর একসাথে করোনায় আক্রান্ত হলেন।
রানীগঞ্জে যে হারে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ৮৮ ও ৮৯ নং ওয়ার্ডকে সম্পূর্ণভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে। সুধু তাই নয় প্রশাসনের পক্ষ থেকে রানীগন বাজারের সমস্ত দোকানপাট বন্ধ রাখার নির্দেস জারি করা হ্যেছে। পাশপাশি রাস্তায় ব্যারিকেদ করা হয়েছে বাঁশ দিয়ে। সাথে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ক্রমাগত জনসাধারনকে সচেতন করা হচ্ছে।
এরই মধ্যে গতকাল অর্থায় শনিবার ১৪জন পুলিশকর্মীর একসাথে করোনায় আক্রান্তের খবর চাউড় হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা রানীগঞ্জ সহ আশপাশের এলাকাগুলিতে। প্রশাসন সুত্রের খবর, করোনায় আক্রনাত ওই ১৪ জন পুলিশকর্মীর মধ্যে ৫ জন পুলিশ আধিকারিক ও ৯ জন সিভিক ভলান্টিয়ার রয়েছে। তাদেরকে মলানদিঘির করোনা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।