সরকারী সংস্থায় বদলি নির্দেশ এলেও পাবেন না সম বেতন, প্রতিবাদে বিক্ষোভ ডিপিএল কর্মীদের একাংশের
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৩ডিসেম্বরঃ
দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে সাড়ে পাঁচশ কর্মীর আচমকাই বদলির নির্দেশ আসে ডাব্লুউবিএসইডিসিএল(WBSEDCL) ও ডাব্লুউএসইটিসিএল(WBSETCL)-এ। কিন্তু ওই সাড়ে পাঁচশ কর্মী জানতে পারেন সংস্থা দুটি সরকারী হলেও সেই সংস্থার স্থায়ী কর্মীদের মতো তাঁরা সম মর্যাদা পাবেন না। এমন কি যতদিন তাঁরা ওই সংস্থায় চাকরী করবেন ততদিন তাদের না বেতন বৃদ্ধি হবে আর না ওই সংস্থার স্থায়ী কর্মীদের মতো কোনোরকম সংস্থা থেকে সুযোগ সুবিধা পাবেন বলে অভিযোগ। আর এতেই আপত্তি ডিপিএলের ডিমড ডেপুটেশনে যাওয়া কর্মীদের। ডিপিএলের ওই ক্ষুব্ধ কর্মীরা জানান, ডাব্লুউবিএসইডিসিএল(WBSEDCL) ও ডাব্লুউএসইটিসিএল(WBSETCL)-এ যেতে তাদের কোনো আপত্তি নেই কিন্তু তাঁরা সম মর্যাদা চান আর এরই প্রতিবাদে আজ ডিপিএলের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভে সামিল হন। রাস্তায় বসে প্রতিবাদ জানাতে থাকেন। এদিকে বিক্ষোভ চলাকালীন বিদ্যুৎ সচিব সুরেশ কুমার এবং ম্যানেজিং ডিরেক্টর গৌতম বিশ্বাস গাড়ি প্রশাসনিক ভবনে ঢুকতে গেলে তাদের গাড়ির সামনে বিক্ষোভ দেখাযন ওই কর্মীরা। তবে নিরাপত্তাকর্মীরা সেই মুহূর্তে তাদের সরিয়ে দেয়। কিন্তু আধিকারিকদের গাড়ি ধুকে গেলে কর্মীরা ফের গেট ঠেলে ভেতরে ঢুকে পড়েন ও বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁরা বলতে থাকেন তাদের এভাবে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া চলবে না। তাদের দাবি মেনে নিতে হবে। আর তা না মানলে আন্দোলনকারীরা আরো বড় আন্দোলন সংগঠিত করবেন বলেও হুঁশিয়ারী দেন।