আরজি কর কান্ডের আবহে দুর্গাপুরে দুই স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা, আতঙ্ক
আমার কথা, দুর্গাপুর, ১৬ আগস্ট:
আরজি কর কান্ডের আবহে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুই ছাত্রীকে অপহরণের চেষ্টায় আতঙ্ক ছড়ালো দুর্গাপুরে। পাশাপাশি পুলিশের ভূমিকায় হতাশ স্কুলের শিক্ষিকা থেকে অভিবাবকরা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বন্ধ রাস্তায়ত্ত সার কারখানার নিজস্ব টাউনশিপের রাস্তায়। গত সোমবার দুর্গাপুরের কাঁকসার গোপালপুর গ্রামের পূর্ব পাড়ার বাসিন্দা বিধাননগর গার্লস স্কুলের একাদশ শ্রেণীর দুই ছাত্রী সাইকেলে করে স্কুল থেকে বাড়িতে ফিরছিল, বন্ধ রাস্তায়ত্ব সংস্থা দুর্গাপুর সার কারখানার নিজস্ব টাউনশিপের এক মন্দিরের কাছে একটি নীল রঙের গাড়ি দুই ছাত্রীর রাস্তা আটকায়। গাড়ি দাঁড় করিয়ে দিয়ে দুই ছাত্রীকে জোর করে টেনে হিচড়ে গাড়িতে তোলার চেষ্টা করে বরাত জোরে এদের চিৎকার চেঁচামেচিতে অবস্থা বেগতিক বুঝে গাড়িতে চেপে ফের বেপরোয়া গতিতে পালিয়ে যায় দুষ্কৃতীরা। অভিযোগ উঠছে মদ্যপ অবস্থায় গাড়ির চালক গাড়ি থেকে নেমে এক ছাত্রীকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে। ঘরে এসে বাবা মাকে সব কিছু জানায় ঐ দুই ছাত্রী। পরের দিন স্কুল কর্তৃপক্ষকে সাথে নিয়ে অভিবাবক ও ঐ দুই ছাত্রীকে বিধাননগর গার্লস স্কুলের ঠিক উল্টোপাশে থাকা বিধাননগর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় লিখিত অভিযোগ জানাতে। স্কুলের প্রধান শিক্ষিকার অভিযোগ ফাঁড়ি থেকে প্রথমে বলা হয় ঘটনাস্থল কাঁকসা থানার অধীন তাই অভিযোগ জানাতে হলে কাঁকসা থানাতেই যেতে হবে। বিধাননগর ফাঁড়ির পুলিশের এই পরামর্শ পর্যন্ত ঠিকঠাকই ছিল, স্কুলের প্রধান শিক্ষিকার অভিযোগ, সহযোগিতা তো দূর অস্ত বিধাননগর ফাঁড়ির পুলিশ ভুলভাল পরামর্শ দিতে শুরু করে, কেন ভগবানের নামে একা একা মেয়েদের ছেড়ে দেন এই প্রশ্ন করে বসেন স্কুলের শিক্ষিকা থেকে ঐ পড়ুয়াদের অভিবাবকদের, পুলিশের এই ভূমিকায় হতাশ স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে পড়ুয়াদের অভিবাবকরা। গত ২৩ শে জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নর প্রশাসনিক বৈঠক থেকে পুলিশকে আরো সামাজিক ও শক্ত হতে বলেছিলেন,কিন্তু সেই কথা যে পুলিশের কান পর্যন্ত আজও পৌঁছোয়নি এই ঘটনা ফের প্রমান করলো দুর্গাপুরের বিধাননগর ফাঁড়ির পুলিশের এই ভূমিকায়। শেষে উপায় না দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে লিখিত অভিযোগ করেন একাদশ শ্রেণীর ঐ ছাত্রীর পরিবার। গোটা রাজ্য জুড়ে তোলপাড় আরজি করের তরুণী চিকিৎসকের ওপর পাশবিক অত্যাচারের অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, স্বাধীনতা দিবসের আগের রাতে চললো মেয়েদের রাত দখলের কর্মসূচি, এরই মাঝে রাতের অন্ধকারে নয় দিনের আলোয় দুর্গাপুরের একাদশ শ্রেণীর দুই ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে অপহরণের চেষ্টার অভিযোগে তোলপাড় ডক্টর বিধান চন্দ্র রায়ের স্বপ্নের শহর দুর্গাপুর।