খোদ মন্ত্রীর উপস্থিতিতে স্বাস্থ্যবিধি ভেঙ্গে চলল অনুষ্ঠান, মন্ত্রী বললেন “নো কমেন্টস”
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৭জুনঃ
খোদ রাজ্যের মন্ত্রী আর তাঁর উপস্থিতিতে সরকারী স্বাস্থ্যবিধিকে উলঙ্ঘন করে চলল অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে উপস্থিত একাধিক ব্যাক্তিকে না মানতে দেখা গেল কোনো সামাজিক দুরত্ব আর না মুখে পড়তে দেখা গেল কোনো মাস্ক। আর তা নিয়ে মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান।
৬ দফা লকডাউনের শেষে এখন রাজ্যে চলছে আনলক। এই পরিস্থিতিতে অনেক জায়গায় বিধি নিষেধের ক্ষেত্রে নিয়মে শিথিলতা আনা হলেও সরকারের পক্ষ থেকে করোনা সংক্রমণ এড়াতে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কড়া মনোভাব রাখার নির্দেশিকা রয়েছে প্রশাসনের কাছে। এমতবস্থায় আজ অর্থাৎ রবিবার পশ্চিম বর্ধমানের উখরা কমিউনিটি হলে প্রয়াত ছাত্র নেতা দীপক পালের স্মরনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও এই অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের হাতে প্রায় ১৫০০ ব্যাক্তি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যাদের মধ্যে ছিলেন বহু তৃণমূল নেতা কর্মী যারা চেক তুলে দেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ প্রদান করতে। কিন্তু উক্ত অনুষ্ঠানে মন্ত্রীর হাতে চেক তুলে দিতে গিয়ে দেখা যায় সরকারী স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেশ হুড়োহুড়ি পড়ে যায় চেক প্রদান করার ক্ষেত্রে। সামাজিক দুরত্ব মানা তো দুর অস্ত, অনেকের মুখই ছিল মাস্ক বিহীন। আর এ বিষয়ে মন্ত্রী মলয় ঘটককে যখন প্রশ্ন করা হয় তখন তিনি “নো কমেন্টস” বলে দায় এড়িয়ে যান।