দুর্গাপুরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর উপস্থিতিতে রাজনীতির অভিযোগ বিজেপির বিরুদ্ধে
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৮ আগস্টঃ
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পর দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। এদিন দুর্গাপুরে এই অনুষ্ঠান শুরুর আগে অনুষ্ঠানের রাশ হাতে নেয় বিজেপির একঝাঁক নেতা কর্মী। সরকারি অনুষ্ঠানে তৃণমূলের নেতা কর্মীদের উপস্থিতি নিয়ে বারবার প্রতিবাদে সামিল হতো বিজেপি। এদিও তৃণমূলের এই সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
এরপরেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে। বিজেপি নেতাদের উপস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে বিড়ম্বনায় পরেন মন্ত্রী। প্রথমে সাফাই দেওয়ার চেষ্টা করলেও পরে সাংবাদিকদের জানান তিনি এ বিষয়ে কিছুই বলবেন না।
ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি ডিরেক্টর অনুপম বসু জানিয়েছেন তারা কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের আমন্ত্রণ জানাননি। যারা এসেছিলেন তারা নিজেরাই এসেছিলেন।