দ্বিতীয় দফায় কারচুপি আটকে গ্রাহকদের সঠিক পরিষেবা দিতে অন্ডালে রেশন দোকান পরিদর্শনে ব্লক প্রশাসক
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১মেঃ
দ্বিতীয় দফার রেশনের মাধ্যমে বিনামূল্যে খদ্য সামগ্রী বন্টন শুরু হয়েছে আজ ১মে থেকে। খাদ্য সামগ্রী যাতে প্রতিটি গ্রাহক ঠিক মতো পান তার জন্য এদিন সকাল থেকে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে বিভিন্ন রেশন দোকান পরিদর্শণ করলেন অন্ডাল ব্লক প্রশাসনের আধিকারিক। প্রথম দফায় রেসন দেওয়া নিয়ে নানা জায়গা থেকে গ্রাহকরা অভিযগ তুলেছিলেন যে সরকার নির্ধারিত খাদ্য সামগ্রী রেশনের মাধ্যমে পাওয়া যাচ্ছে না। আবার এই অভিযোগও উঠেছিল যে যাদের রেশন কার্ড নেই সেই সমস্ত মানুষদের কুপন দিলেও কিন্তু সেই কুপনের বিনিময়ে তাঁরা খাদ্য সামগ্রী পাচ্ছেন না। তাই দ্বিতীয় দফায় যাতে সেই সমস্ত অভিযোগের পুনরাবৃত্তি না ঘটে তার জন্যই মূলতঃ এদিন সকাল থেকেই ব্লক প্রশাসন থেকে ব্লক আধিকারিক ঋত্বিক হাজরা অন্ডাল ব্লকে যে ৮টি রেশন দোকান রয়েছে সেই সমস্ত রেশন দোকানে যান।
লকডাউনের মধ্যে রাজ্যবাসীদের যাতে খাদ্য সংকট দেখা না দেয় তার জন্য সরকার রেশনের মাধ্যমে খাদ্যসামগ্রীর গণবন্টনের ব্যবস্থা করেছে। ছয় মাস ধরে যাদের ডিজিটাল রেশন কার্ড রয়েছে তারাও যেমন খাদ্য সামগ্রী পাবেন তেমনি যাদের রেশন কার্ড নেই কিন্তু তাদের যদি কুপন থাকে তাহলে তারাও রেশন সামগ্রী পাবেন এই আশ্বাস দেওয়া হয় অন্ডাল ব্লক প্রশাসনের তরফে। শুধু তাই নয় এদিন রেশন দোকানগুলিতে গ্রাহকরা সামাজিক দুরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়েছেন কিনা, রেশন দোকানগুলির পরিমান মাপক যন্ত্র সঠিক আছে কিনা, কিংবা চালের গুনগত মান ঠিক আছে কিনা তা যেমন খতিয়ে দেখা হয় তেমনই সেই সমস্ত গ্রাহকদের অবগতির জন্য তাদের জানানো হয় যে প্রতিটি রেশন কার্ড বা কুপন পিছু কত পরিমানে খাদ্য সামগ্রী পাবেন, কিংবা তাঁরা সঠিক পরিমানে আদৌ রেশন সামগ্রী পাচ্ছেন কিনা আর না পেলে কোথায় তা নিয়ে অভিযোগ জানাবেন তা তাদেরকে পরামর্শ দেওয়া হয়। শুধু তাই নয় এদিন পাশাপাশি রেশন ডিলারদেরকেও প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয় যে সরকার নির্ধারিত নির্দিষ্ট পরিমানে রেশন সামগ্রী যেন গ্রাহকরা যেন পায়। এদিনের এই পরিদর্শনে ব্লক আধিকারিকের সাথে উপস্থিত ছিলেন ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান সহ অন্ডাল থানার আধিকারিক পার্থ ঘোষ।
অন্ডাল ব্লক আধিকারিক ঋত্বিক হাজরা বলেন যে, “প্রথম দফায় রেশন বন্টন নিয়ে আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছিলাম। সেই সমস্ত অভিযোগ যেন পুনরাবৃত্তি না হয় তার জন্য আজ সকাল ৮টা থেকে আমরা অন্দাল ব্লকের সমস্ত রেসন দোকানগুলি পরিদর্শণ করি। এখনও পর্যন্ত্য সমস্ত ঠিক চলছে। পুলিশ রয়েছে পর্যাপ্ত পরিমানে। সাথে গ্রাহকরা সামাজিক দুরত্ব ঠিক করে বজায় রাখছে কিনা তাও খতিয়ে দেখা হয়। এবারে চালের গুণগত মানও যথেষ্ট ভাল, আর আমরা সেগুলো আগে থেকেই পরীক্ষা করে দেখে নিয়েছি।”