বাঙাল-ঘটির আবেগ উস্কে দিয়ে ইস্টবেঙ্গল সরণি র উদ্বোধন দুর্গাপুরে
আমার কথা, দুর্গাপুর, ১৬ জুন:
ইতিমধ্যেই শহরের বুকে একটি রাস্তার নামকরন করা হয়েছে মোহনবাগান সরনী। স্বভাবতই ইস্টবেঙ্গল প্রেমীরা ছেড়ে কথা বলবে কেন? তাই তারা শরণাপন্ন হয়েছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলীর মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়ের কাছে। অনিন্দিতাদেবী এ বিষয়ে সম্মতি দেওয়ার পরেই উদ্যোগ নিয়ে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের জাংশন মলের সামনের রাস্তাটি, যেটির এতদিন কোনো নাম ছিল না, সেই রাস্তার নামকরণ করা হল ইস্টবেঙ্গল ক্লাবের নামে, নাম রাখা হল ‘ইস্টবেঙ্গল সরণী’।
ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের উদ্যোগে ও দুর্গাপুর নগর নিগমের সহযোগিতায় আজ রবিবার কয়েকশ মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদ্বোধন করা হলো ইস্টবেঙ্গল সরণির। দুর্গাপুরে জংশন মলের সামনের রাস্তাটিকে ইস্টবেঙ্গল সরণি বলে নামকরণ করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান মিলিয়ে বহু আন্তর্জাতিক এবং জাতীয় স্তরের খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ভাস্কর গাঙ্গুলি, সমরেশ চৌধুরী, বিকাশ পাঁজি, কৃষ্ণেন্দু রায়, রহিম নবি, মেহতাব হুসেন আলভিটো ডি কুনহা, সায়ন ব্যানার্জি, অমিতাভ ঘোষ প্রমুখ। কর্মকর্তাদের মধ্যে ছিলেন রূপক সাহা, দেবব্রত ( নিতু) সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী প্রদীপ মজুমদার ও অরূপ বিশ্বাস৷ ছিলেন নব নির্বাচিত সাংসদ কীর্তি আজাদ, ছিলেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, অনিন্দিতা মুখোপাধ্যায় সহ গন্যমান্য ব্যাক্তিরা এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।