দুর্গাপুর মহকুমা হাসপাতালে ১০০টি শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন
আমার কথা, দুর্গাপুর, ১২ মার্চঃ
দুর্গাপুর মহকুমা হাসপাতালে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। তাই রোগীর চাপ কমাতে হাসপাতালে ১০০টি শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন হল মঙ্গলবার। এদিন এই নতুন ভবনটির ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নতুন ভবনটির ফিতে কাটেন জেলার দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দোপাধ্যায়, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলাশাসক এস পোন্নামবলাম, পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি, জেলা স্বাস্থ্য আধিকারিক মহম্মদ ইউনুস, ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা, হাসপাতাল সুপার ধীমান মন্ডল, হাসপাতালের রোগী কল্যান সমিতির চেয়ারম্যান কবি দত্ত, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, এডিডিএ এর সিইও আকাঙখা ভাস্কর, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ সহ আরো অনেকে। হাসপাতালের এই নতুন ভবনটির জন্য ব্যয় হয় দশ কোটি ৪ লক্ষ টাকা। পাশাপাশি এদিন সিটি স্ক্যান মেশিনেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “এই হাসপাতালে দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা। দুর্গাপুর ছাড়াও বীরভুম, বাঁকুড়া, পূর্ব বর্ধমানের গলসী থেকে প্রতিদিনে বহির্বিভাগে গড়ে সাতশ রোগী চিকিৎসার জন্য আসেন। তাদের মধ্যে গড়ে প্রায় দুশো রোগীকে ভর্তি করতে হয়। এতদিন এই হাসপাতালে বেডের সংখ্যা ছিল ৩৮০। এর সাথে আরো ১০০টি নতুন বেডের সংযোজন হল।”