দুর্গাপুর মহকুমা হাসপাতালের নতুন ভবনের ফলক উদবোধন
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২১মেঃ
দুর্গাপুর মহকুমা হাসপাতালে শনিবার একটি নতুন ভবনের ফলক উদ্বোধন করা হলো।
চিকিৎসকদের রোগী দেখার ক্ষেত্রে হাসপাতালের ভেতরে ভিড় কমানোর জন্য নতুন ভবনের ব্যবস্থা করা হয়েছে যার ফলক উদ্বোধন করেন শনিবার আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদের চেয়ারম্যান তথা রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার ধীমান মন্ডল, মহাকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন কবি দত্ত সহ অন্যান্যরা।
৬২ লক্ষ ৯৮হাজার ৫৭৪ টাকা খরচ করে নতুন ভবনটি নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে।
কবি দত্ত জানিয়েছেন নতুন ভবনের উদ্বোধন হয়েছে তবে এখনো পর্যন্ত পুরোপুরিভাবে ভবনের উদ্বোধন হয়নি। এখনও বেশ কিছু বিভাগ নতুন করে নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বেশ কিছু ওয়ার্ড নির্মাণের কাজ চলছে। আনুষ্ঠানিকভাবে সমস্ত কিছু উদ্বোধন করা হবে কয়েকদিন পরেই। তবে আজ যে ভবনের ফলক উদ্বোধন করা হয়েছে তার সমস্ত খরচ বহন করেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদ।।