আন্তর্জাতিক নারী দিবসকে সম্মান জানাতে দুর্গাপুরে প্যারামেডিক্যাল ইনস্টটিউটের উদ্যোগ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৭মার্চঃ
প্রতি বছর মার্চ মাসের ৮ তারিখে পালিত হয় আন্তর্জাতিক নারীদিবস। সারা বিশ্বব্যাপী নারীদের সম্মান জানাতেই মূলতঃ এই দিবস উদযাপন করা হয়ে থাকে। বিশ্বের এক এক প্রান্তে নারীদিবস উদযাপনের প্রধান লক্ষ্য এক এক প্রকার হয়। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন মুখ্য বিষয় হয়, আবার কোথাও মহিলাদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠাটি বেশি গুরুত্ব পায়। তবে নারীদের শ্রদ্ধা জানানোর সাথে সাথে তাদের সামাজিক উন্নয়নের দিকটি তুলে ধরতে রবিবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দিল্লি প্যারামেডিক্যাল এন্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের(DPMI) দুর্গাপুর শাখার কর্মকর্তাদের উদ্যোগে। দুর্গাপুরের বেঙ্গল অম্বুজায় অবস্থিত এই ইনস্টিটিউটেই এদিন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে দুর্গাপুরের শিক্ষিকা মিতা চৌধুরী ও সাংবাদিক মুনমুন দত্তকে সম্মান জ্ঞাপন করা হয়।
ইনস্টিটিউটের কর্ণধার সৌভিক ভদ্র জানান “সোমবার আন্তর্জাতিক নারী দিবস। তাঁর প্রাক্কালে আমাদের এই ইনস্টিটিটের পক্ষ থেকে নারী দিবস উপলক্ষ্যে নারীদের সম্মান জানাতেই মূলত এই অনুষ্ঠানের আয়োজন। আমার স্ত্রী একজন নারী, আমার এক কন্যা সন্তান রয়েছে। শুধু তাই নয় এই ইনস্টিটিউটে যারা প্রশিক্ষণ নিচ্ছেন তাদের বেশির ভাগই মেয়ে। আমি উপলব্ধি করি এই সমাজে নারীরা অনেক বড় ভূমিকা পালন করেন। আমার এই ইনস্টিটিউটটি সফলতার সাথে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে আমার স্ত্রীর অনুপ্রারনা রয়েছে। তাই নারীদের ভূমিকা থেকে উপলব্ধি নিয়ে এই নারীদিবসে আমরা নারীদের সম্মান জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করি।”