পানাগড় বাইপাসে ব্যাটারি বোঝাই লরি উল্টে আহত চালক ও খালাসী
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২৬সেপ্টেম্বরঃ
ব্যাটারী বোঝাই একটি লরি উল্টে আহত হল ওই লরির চালক ও খালাসি। দুর্ঘটনাটি ঘটেছে কাঁকসা থানার অন্তর্গত ২নং জাতীয় সড়কের পানাগড় বাইপাসে পাঠানপাড়া এলাকায়।
পুলিশ সুত্রে জানা গেছে, ব্যাটারী বোঝাই ওই লরিটি কলকাতা থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। পাঠানপাড়া এলাকায় আসতেই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে দিভাইদারে ধাক্কা মেরে উল্টে যায়। দুর্ঘটনায় গুরুতর জখম হয় ওই লরির চালক ও খালাসী। দুর্ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে পানাগড় বাইপাস। ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কাঁকসা থানার পুলিশ। আহত চালক ও খালাসীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এরপর ক্রেন এনে উল্টে যাওয়া লরিটিকে সোজা করে রাস্তার উপর থেকে সরিয়ে নিয়ে গেলে তারপর ধীরে ধীরে যানজট মুক্ত হয় বাইপাস, স্বাভাবিক হয় যান চলাচল।