কল্পতরু কলোনী থেকে মাথায় ও পিঠে চোট নিয়ে উদ্ধার আহত সজারু
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১২সেপ্টেম্বরঃ
ফের উদ্ধার হল একটি সজারু, তবে এবারের সজারুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। দুর্গাপুরের কল্পতরু কলোনীর গ্যামন থেকে আজ শনিবার সকালে উদ্ধার হয় সজারুটি।
পশুপ্রেমী দেবাশিষ মজুমদার জানান, আজ সকালে ওই এলাকার বাসিন্দারা তাঁকে খবর দেন যে একটি আহত সজারু পাওয়া গেছে। খবর পেয়েই তিনি তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোন। এলাকাবাসীদের থেকে জানা গেছে সজারুটির মাথায় ও পিঠে চোট আছে আর এই চোট রেললাইনে ধাক্কা লেগে হয়েছে। সজারুটিকে উদ্ধার করে দেবাশিষবাবু বনদপ্তরের হাতে তুলে দেন।
বনদপ্তরের রেঞ্জ অফিসার পঞ্চানন রক্ষিত জানান, সজারুটিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। একে চিকিৎসা করে সুস্থ করে তুলে পুনরায় ছেড়ে দেওয়া হবে।
দেবাশিষবাবু আরো জানান যে দুর্গাপুরে প্রচুর পরিমানে সজারুর বাস। এরা খুব নিরীহ আর শান্ত জীব। এরা নিরিবিলি পছন্দ করে। তাই দিনের বেলায় নয় এরা রাতের বেলা খাবারের সন্ধানে বাইরে আসে।
প্রসঙ্গতঃ মাস দুয়েক আগে লকগেটের কাছ থেকে উদ্ধার হয়েছিল একটি সজারু। এই সজারু দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায় এলাকায়।