কাঁকসায় বালি বোঝাই ট্রাকের সাথে সরকারী বাসের মুখোমুখি সংঘর্ষে জখম ৬
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২০জুলাইঃ +
বালি বোঝাই ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গুরুতর জখম হলেন ৬ জন যাত্রী। আহতদের হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কাঁকসা থানার অন্তর্গত পানাগড় ইলামবাজার রাজ্য সড়কেত উপর বেলডাঙায়।
জানা গেছে, আজ বিকেল ৫টা ৪০ নাগাদ কলকাতা থেকে ইলামবাজার গামী একটি শীতাতপ নিয়ন্ত্রিত একটি সরকারী বাস (WB 04H 4541) যাত্রী নিয়ে যাওয়ার সময় বেলডাঙ্গায় পানাগড়মুখী একটি বালি বোঝাই ট্রাকের (WB 19F 6135) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘিওটনার জেরে গুরুতর জখম হন ওই বাসের ৬ জন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে ভর্তি করে। অপরদিকে দুর্ঘটনার পর অবস্থা বেগতিক দেখে ট্রাকটি ফেলে পালিয়ে যায় চালক ও খালাসি। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।