পানাগড় বাইপাসে দুর্ঘটনায় আহত ২
admin
April 7, 2021
আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ৭এপ্রিলঃ
পানাগর বাইপাসে সড়ক দুর্ঘটনায় আহত হলো দুজন। বুধবার সন্ধ্যায় সিমেন্ট বোঝাই একটি ৪০৭ গাড়ি দুর্গাপুর থেকে বর্ধমান এর দিকে যাওয়ার সময় পানাগড় বাইপাসে দু নম্বর জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপরে চেপে যায়। দুর্ঘটনায় চালকো ও খালাসী অল্পবিস্তর আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জাতীয় সড়কের কর্মীরা। তারা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে ক্রেনের সাহায্যে অন্যত্র সরিয়ে নিয়ে যান। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।