রাজ্যে তৃণমূলের জয়ের আনন্দে অভিনব উদ্যোগ দুর্গাপুরের আই.টি.আই কলেজের ছাত্র সংগঠনের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৮মেঃ
একদিকে গাছ লাগিয়ে সবুজায়নের বার্তা, অন্যদিকে পথ চলতি মানুষকে মাক্স আর স্যানিটাইজার দিয়ে করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতন করা-এই দুই বার্তাকে সামনে রেখে তৃতীয় বারের জন্য রাজ্যে তৃণমূল সরকার গঠিত হওয়ায় আনন্দে মেতে উঠল দুর্গাপুরের আই. টি. আই কলেজের তৃণমূল ছাত্র পরিষদ কর্মী সমর্থকরা। কোনো উল্লাস নয়, কোনো স্লোগান নয় শুক্রবার আইটিআই কলেজের ভেতর প্রায় পঞ্চাশটির মতো গাছ লাগালো তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সদস্যরা। বৃক্ষরোপনের পাশাপাশি করোনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে মাক্স আর স্যানিটাইজার বিতরন করেন দুর্গাপুর আইটিআই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা। তৃণমূল ছাত্র পরিষদের তিন নম্বর ব্লক সভাপতি সৌভিত সেনের বার্তা “আর রক্তপাত নয়,হিংসা নয়, করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে, আর তাই গাছ লাগিয়ে যেমন আমরা সবুজায়ন আর অক্সিজেনের ঘাটতি মেটানোর সামান্য এই উদ্যোগ নিয়েছি ঠিক তেমনি যারা মাক্স পড়ছেন না তাদের আরো সচেতন করতে মাক্স আর স্যানিটাইজার দিলাম।”