সিপিএমের ‘ইনসাফ যাত্রা’ পৌঁছোলো দুর্গাপুরে, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ মীনাক্ষীর
আমার কথা, দুর্গাপুর, ২৭ নভেম্বর:
ডি.ওয়াই.এফ.আইয়ের ইনসাফ যাত্রায় দুর্গাপুরে সংগঠনের রাজ্য সম্পাদিকা ও সিপিএমের রাজ্য কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়। দুর্গাপুরে প্রায় দুই দিনের কর্মসূচি পার করে মঙ্গলবার ঢুকবে আসানসোল মহকুমায়। সোমবার সকালে দুর্গাপুরের বিধাননগরের ১৫০০ মোড়ে শহীদ সুকুমার বন্দ্যোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে দুর্গাপুরের কর্মসূচি শুরু করেন মীনাক্ষী। এদিন তিনি বলেন, ” ২৫ দিন ধরে হাঁটছি। গোটা রাজ্যের মানুষ খুব কষ্টে রয়েছে। কাজ নেই, খাবার নেই, সবচেয়ে বড় এই সরকার দুর্নীতি করেছে। কিন্তু মানুষ হচ্ছে এমন একটা জীব যে লড়াই করে নিজের মান, সম্মান আদায় করে ছাড়ে। তাই মানুষ এই ইনসাফ যাত্রায় পা মিলিয়েছে।” এরপর কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তিনি বলেন,” ইনসাফ পাচ্ছে না মানুষ। ভোট, ট্যাক্স সবই দিয়েছি। কিন্তু কাজ কোথায় গেলো? আদানি, আম্বানির কোলে দোল খেলে শুধু হবে না। গরিব, মেহনতি ও খেটে খাওয়া মানুষকে কাজ দিতে হবে।” এরপর যাত্রা শুরুর আগে মীনাক্ষী মুখোপাধ্যায় দুর্গাপুর নিয়ে বলেন, ” দুর্গাপুর শিল্পাঞ্চল ধুঁকছে। বন্ধ করে দিচ্ছে কারখানা। বস্তি তুলে দিচ্ছে। কেন্দ্র সরকারের কাছে যে আশা করা হলো সরকার তারই না-ইনসাফি করেছে। তাই এই ইনসাফ যাত্রা।” ভাইপোকে বাঁচাতে দিদি দিল্লী যাচ্ছেন আর আমরা দেশ ও রাজ্যকে বাঁচাতে পথে আছি বলে মীনাক্ষী সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এরপরই রাজ্য সরকারের সমালোচনা করে তিনি বলেন,” সফল ইনসাফ যাত্রা। রাজ্য সরকার ভয় পেয়েছে। পুরসভা, পঞ্চায়েত নির্বাচনে ভয় পেয়েছিল। গতবারের দুর্গাপুর নগর নিগমের মানুষের অধিকার লুঠ করেছিলো। ওরা জানে ফেয়ার ফ্রি নির্বাচন করলে মানুষ ওদের মুখের উপর জবাব দেবে। তাই ভোট করাচ্ছে না। ভোট হলে তৃণমূলের মতন চুরি করে ভোট করব না। রাস্তায় থেকে মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করবো। মানুষের উপর ভরসা নেই কেন সরকারের।” এদিন মীনাক্ষীর সঙ্গে উপস্থিত ছিলেন এসএফআইয়ের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক ময়ুখ বিশ্বাস, অভিনেতা দেবদূত ঘোষ।