ডিএপিতে আইএনটিটিইউসির গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত, জখম ১
আমার কথা, দুর্গাপুর, ৪ মেঃ
দুর্গাপুর ইস্পাত কারখানার তৃণমূল কংগ্রেসের ঠিকা শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত। মার, পাল্টা মারের পালা চলছেই। দিন কয়েক আগে এক গোষ্ঠীর কর্মীকে মারধর সাথে গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছিল। এবার অপর এক গোষ্ঠীর কর্মীকে মারধরের অভিযোগ উঠল ওই গোষ্ঠীর বিরুদ্ধে। আজকের এই ঘটনায় আহত হয়েছেন সেখ কিতাবুদ্দিন নামে এক শ্রমিক, যিনি তৃণমূল নেতা প্রভাত চ্যাটার্জির অনুগামী বলে পরিচিত। তাঁকে দুর্গাপুর ইস্পাত কারখানায় ভর্ত্তি করা হয়েছে। এই ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠছে আইএনটিটিইউসি থেকে বহিষ্কৃত এক নেতার বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি এটি চক্রান্ত বলে দাবি করেছেন।
প্রসঙ্গতঃ এপ্রিল মাসে তৃণমূল শ্রমিক সংগঠনের সাত নেতা শেখ শাহাবুদ্দিন, শেখ আতাহার, শেখ আজিমুদ্দিন, সুখেন্দু চট্টোপাধ্যায়, শুভাশিস চট্টোপাধ্যায়, শেখ মানিক ও শেখ রাজুকে বহিষ্কার হয় আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়ের উপস্থিতিতে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই সময় জানিয়েছিলেন, “এমন কিছু লোকজন সম্পর্কে অভিযোগ আসছে যাঁরা আইএনটিটিইউসি-র কেউ নন, সেই জন্য আমরা কর্তৃপক্ষকেও আজ জানিয়ে দিয়েছি যে, এঁরা যদি আইএনটিটিইউসি বলে দাবি করেন, মান্যতা দেবেন না”। আইএনটিটিইউসি কমিটিতে ডিএসপি-র এক একজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ। তারপর থেকে কারখানার ভেতর গোষ্ঠীদ্বন্দ্ব আরো চরমে ওঠে। আজ দুপুরে ব্লাস্ট ফার্নেসের কাছে একটি ক্যান্টিনে খেতে যাচ্ছিলেন এক আইএনটিটিইউসির কর্মী তথা ঠিকা শ্রমিক সেখ কিতাবুদ্দিন। সেই সময় তার উপর হামলা চালায় বহিষ্কৃত এক নেতার অনুগামীরা বলে অভিযোগ। সহকর্মীরা তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে ডিএসপি মেন হাসপাতালে নিয়ে আসে। ডিএসপি কারখানা চত্বরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। হাসপাতালে শ্রমিক সংগঠনের জেলা নেতৃত্ব দীপঙ্কর লাহা এসে পৌঁছান। তিনি আহত কর্মীর শারীরিক পরিস্থিতি দেখেন ও কথা বলেন। দীপঙ্কর লাহা জানান, যে সমস্ত কর্মীদের দল থেকে বহিস্কৃত করা হয়েছে, তারা এদিন আমাদের কর্মীকে মারধর করেছে। ঘটনাটি আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটককে জানানো হয়েছে।
অপরদিকে, যে বহিষ্কৃত নেতার দিকে অভিযোগের আঙ্গুল উঠছে তিনি সেই সব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, তাঁকে ফাঁসানো হচ্ছে। তিনি এ বিষয়ে ইতিমধ্যেই পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছেন।
উল্লেখ্য এপ্রিলের ২০ তারিখে আইএনটিটিইউসি কর্মী তথা ঠিকা শ্রমিক সেখ সামসুদ্দিনের উপর হামলা চালানো হয়। জখম হন তিনি। হামলাতে মাথা ফাটে তার। এই ঘটনায় আইএনটিটিইউসির অপর এক গোষ্ঠীর হাত ছিল বলে অভিযোগ। দুর্গাপুরের রাজনৈতিক মহল মনে করছেন আজকের এই ঘটনা ওই দিনেরই ঘটনারই পাল্টা জবাব।