ফোনের রিসিভার কানে সিটি সেন্টারে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদে তৃণমূল শ্রমিক সংগঠন
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩ আগস্টঃ
টেলিফোন কর্মীর বেশে বিএসএনএলের বিলগ্নিকরণের প্রতিবাদে তৃণমূল কর্মীদের অভিনব বিক্ষোভ দুর্গাপুরে।
প্রসঙ্গতঃ কেন্দ্র বিক্রি করতে চাইছে টেলিকম সংস্থাকে,প্রতিবাদে মঙ্গলবার দুর্গাপুর বিএসএনএলের প্রধান কার্যালয়ের মূল গেটের সামনে তৃণমূল কর্মীদের অভিনব আন্দোলন। রীতিমতো পুরোনো দিনের টেলিফোনের রিসিভার কানে ধরে এই আন্দোলনে সামিল তৃণমূল কর্মীরা। খাকি পোশাক পড়ে বিএসএনএল কর্মীর বেশে তৃণমূল কর্মীরা এই বিক্ষোভে অংশ নিয়েছিলেন।পরিকল্পিতভাবে কেন্দ্রীয় সরকার একটার পর একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার আর তার বিরুদ্ধেই এই প্রতিবাদ আন্দোলন বলে জানান তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই.এন.টি.টি.ইউ.সি পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিশ্বনাথ পারিয়াল।