বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কিংবদন্তি ক্রিকেটার কীর্তি আজাদ? চর্চা তুঙ্গে
আমার কথা, মুনমুন দত্ত, দুর্গাপুর, ৪ মার্চ:
লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি এখনো। কিন্তু প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। পিছিয়ে নেই তৃণমূল। আসানসোল কেন্দ্রে এবারেও প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন শত্রুঘ্ন সিনহা। তার সমর্থণে দেওয়াল লেখা থেকে প্রচার সবটাই শুরু হয়ে গিয়েছে। তবে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রটিতে শাসক দলের পক্ষ থেকে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি দল৷ স্বভাবতই ওই কেন্দ্রটিতে কে হবেন প্রার্থী তা নিয়ে সমানে জোর জল্পনা চলছে। এই জল্পনার মাঝেই আজ সোমবার শিল্পাঞ্চলে এলেন কিংবদন্তি ক্রিকেটার কীর্তি আজাদ। আর এই স্বনামধন্য ক্রিকেটার শিল্পাঞ্চলের বুকে পা রাখতেই জল্পনা আরো দ্বিগুন হয়ে গেল। শিল্পাঞ্চল দুর্গাপুরের রাজনীতির আকাশে বাতাসে ভাসতে শুরু করেছে একটি কথা যে, এবারের লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রটিতে তৃণমূলের প্রার্থী হয়ে ভোট ময়দানে লড়াইয়ে নামতে চলেছেন কীর্তি আজাদ। যদিও দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি বিষয়টি নিয়ে।
১৯৮৩ কপিল দেবের অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল, সেই দলে বেশ অগ্রনী ভূমিকা নিয়েছিলেন কীর্তি আজাদ। বিহারের পুর্নিয়া জন্মস্থান হলেও দীর্ঘদিন ধরেই তিনি দিল্লিতে পাকাপাকি ভাবেই বসবাস করছেন। ক্রিকেটের এই দাপুটে খেলোয়াড়ের রাজনৈতিক জীবন শুরু পদ্মশিবির দিয়ে। এরপর তিনি ২০১৯ সালে জাতীয় কংগ্রেস যোগ দেন। কংগ্রেসের সাথে সম্পর্ক চুকিয়ে ২০২১ সালে কীর্তি আজাদ জাতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
এদিন, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর সাথে আসানসোলের রবীন্দ্রভবনে একটি দলীয় কর্মসূচিতে যোগদানের পর ঘাঘড়বুড়ি মন্দিরে পুজো দেন এই ক্রিকেটার। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, দল নেত্রীর নির্দেশে দুদিনের জন্য বাংলায় এসেছেন তিনি। ব্রিগেডে তৃণমূলের জন গর্জন কর্মসূচীতে যোগদানের জন্য এই জেলার মানুষজনকে আহবান জানাতেই তাঁর এই বাংলায় আসা। তবে প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়ানোর বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বেশ সতর্কতার সাথে বিষয়টি এড়িয়ে যান।তবে আদৌ এই কিংবদন্তি ক্রিকেটার শিল্পাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতার ময়দানে নামতে চলেছেন কিনা তা সময়ই বলে দেবে।