গ্রামের মাঠ দখল নেওয়ার অভিযোগ ইসকোর বিরুদ্ধে
আমার কথা, আসানসোল, ২১ মে:
রাতের অন্ধকারে এলাকার এক বড় ময়দান ঘেরাও করে ছাই ফেলে দখল করে নিচ্ছে ইসকো কর্তৃপক্ষ, এমনই অভিযোগ বার্নপুর ইসকো কারখানা কতৃপক্ষর বিরুদ্ধে। জানা গিয়েছে আসানসোল পৌরনিগমের ৯৭ নাম্বার ওয়ার্ডের নাকড়াসোঁতা ময়দানটি রাতের অন্ধকারে ইসকো কর্তৃপক্ষ দখল করে নিচ্ছে, এই অভিযোগ তুলেছেন নাকড়াসোঁতার গ্রামবাসীরা। তাঁরা বলেন ওই ময়দান গ্রামবাসীদের, জন্ম থেকেই দেখে ও জেনে আসছেন তাঁরা। একই সাথে ওই ময়দানের মধ্যে খেলা ধূলার পাশাপাশি বিভিন্ন পূজা সহ সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। গ্রামে ওই একটিই বড় মাঠ রয়েছে মাত্র। তাছাড়া ইস্কো কর্তৃপক্ষ সিএসআর ফান্ড থেকে কোনো সুবিধা গ্রামবাসীদের দেয়না। তারা পানীয় জল কমিউনিটি সেন্টার বা স্থানীয় মন্দির কিছুই গড়ে দেয়নি। এরপর গ্রামবাসীদের না জানিয়ে ময়দান বা মাঠ দখল করতে পারে না। স্থানীয় কাউন্সিলার অনুপ মাজি জানিয়েছেন,আমরা চাই অবিলম্বে ইস্কো কর্তৃপক্ষ সামনে আসুক। না হলে ময়দানে পড়ে থাকা ছাই তুলে নিতে হবে।