করোনার প্রকোপ কাটিয়ে দুর্গাপুরে সমারোহে ইসকনের রথযাত্রা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১জুলাইঃ
দীর্ঘ দু বছর করোনার অতিমারী পার করে এবার মহা ধূমধাম করে শুভ রথযাত্রার আয়োজন করা হল ইসকন মন্দিরের পক্ষ থেকে। করোনার কারনে গত দু বছর মন্দির প্রাঙ্গনেই ঘরোয়া ভাবে পুজোর আয়োজন করা হয়েছিল। কিন্তু এ বছর করোনার প্রকোপ কম হওয়াতে সেই খামতি পূরণ করে সমস্ত রকম করোনা বিধি নিষেধ মেনে রথযাত্রার আয়োজন করা হল৷ এ বছর এই অনুষ্ঠান ১৬ বছরে পদার্পণ করল, আর তাই এ বছর ইসকনের রথের মূল আকর্ষণ হল পিতলের রথ। ৩৬ ফুট লম্বা এই রথ সম্পূর্ণ পিতলের পাত দিয়ে তৈরী করা হয়েছে নবদ্বীপ থেকে।
দুপুর ২টো নাগাদ মন্দির প্রাঙ্গন থেকে রথটি বের হয় ভক্ত সমাবিষ্ট হয়ে। রথের দড়িতে টান দেন দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকগণ সহ বিশিষ্ট জনেরা। রথটি মন্দির থেকে বেরিয়ে ডিএসপি টাউনশিপের বিভিন্ন এলাকা ঘুরে সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে অস্থায়ী মন্দিরে নিয়ে আসা হয়। ইসকনের এই রথকে ঘিরে প্রচুর ভক্তের সমাগম ঘটে।
এই রথযাত্রা উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ইসকন মন্দিরের পক্ষ থেকে। যার মধ্যে মূলতঃ রয়েছে প্রতিদিন ১৫ হাজার মানুষের মধ্যে জগন্নাথদেবের পুজোর প্রসাদ বিলি করা হবে। এছাড়াও প্রতিদিন ১০০ জন ভবঘুরেকেও প্রসাদ খাওয়ানোর লক্ষ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রথযাত্রা উপলক্ষ্যে চতুরঙ্গ ময়দানে অস্থায়ী মন্দিরে যে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার মধ্যে রয়েছে, শান্তি যজ্ঞ যা টানা সাতদিন চলবে। এছাড়াও থাকবে যোগার অনুশীলন, চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, থাকবে গীতা জ্ঞান সেন্টার, যুব সমাজের জন্য মাদক বিরোধী সচেতনতা কর্মসূচী। আর এই সকল কর্মকান্ড চলবে আজ থেকে শুরু হয়ে আগামী নয়দিন ব্যাপি।