পালসিটে অপেক্ষারত বাসযাত্রীদের পিষে দিয়ে গেল লরি, মৃত ৪, আহত ১১
আমার কথা, পূর্ব বর্ধমান(পালসিট), ২৪ফেব্রুয়ারীঃ
এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৪জন অপেক্ষারত বাসযাত্রীর, সাথে আহত হলেন এক বাইক আরোহী সহ ১১। মর্মান্তিক এই দুর্ঘৎনাটি ঘটে পূর্ব বর্ধমানের পালসিট স্টেশনের কাছে ২নং জাতীয় সড়ক্বের উপর।
প্রতক্ষ্যদর্শীদের মতে কলকাতা থেকে বর্ধমানের দিকে যাওয়ার সময় পালসিট স্টেশনের কাছে একটি খালি লরি নিয়মত্রণ হারিয়ে প্রথমে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা এক বাইক আরোহীকে ধাক্কা মারে। তাতে মারয়াত্মক জখম হন ওই বাইক আরোহী। এরপর ওই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে স্টেশনের কাছে রাস্তার বাম ধারে বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকা ২০জন বাসযাত্রীদেরর মধ্যে ১৪জন বাসযাত্রীকে পিষে দিয়ে চলে যায়। তাদের মধ্যে ২টি শিশুও রয়েছে। পথচারীদের ধাক্কা মেরেই লরি নিয়ে পালিয়ে যায় লরিচালক। ঘটনার পরেই ক্ষিপ্ত এলাকাবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁরা ওই স্থানে ওভারপুলের দাবি জানাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশবাহিনী। জনতার ক্ষোভের মুখে পড়তে হয় পুলিসকে। পরে তাদের বুঝিয়ে শান্ত করে আহত ব্যাক্তিকদের উদ্ধার করে অনাময় হাসপাতালে পাঠানোয় হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ৪ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে একজন মহিলা বাদে বাকি তিনজনের পরিচয় জানা গিয়েছে। মৃত তিনজন হলেন রিপন মন্দল(২০), অনিমেষ রায়(২২) ও বিকাশ সর্মা(২২)। তবে এই দুর্ঘটনার জেরে বেশ কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পরে ব্যস্ততম জাতীয় সড়ক।