সাড়ম্বরে জগদ্ধাত্রী আরাধনায় দে পরিবার
আমার কথা, উখড়া, ২১নভেম্বর:
দে পরিবারে সাড়ম্বরে আয়োজিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো । পুজোটি এবার পরল ৫১ তম বর্ষে । ১৯৭৩ সালে দে পরিবারে পারিবারিক জগদ্ধাত্রী পুজোর প্রচলন শুরু করেন প্রয়াত শিল্পপতি বলরাম দে । স্বপ্নাদেশ পেয়ে তিনি জগদ্ধাত্রী পুজো শুরু করেন । সূচনা কালে পুজো হতো মা জগদ্ধাত্রীর প্রতিকৃতি সামনে রেখে । ১৯৭৮ সালে স্থায়ী মন্দির নির্মাণ করে মাটির প্রতিমা এনে পূজোর প্রচলন শুরু হয় । দে পরিবারের মাটির প্রতিমা টি অন্যান্য প্রতিমার তুলনাই অন্য রকম । এখানে মা জগদ্ধাত্রীর প্রতিমার দু’পাশে থাকে দুটি সুদৃশ্য পরী । রাজ্যের অন্যান্য জায়গায় জগদ্ধাত্রী পুজো চার দিনের হলেও দে পরিবারের পুজো হয় দু’দিনে । পঞ্জিকা মতে এবার রবিবার দিন জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছে । দে পরিবারের পুজো দু’ দিনের । মঙ্গলবার একসাথে সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো হল । বুধবার দশমীর পুজোর পর হবে প্রতিমা নিরঞ্জন ।
পরিবারের সদস্য বিশ্বদীপ দে, সন্দীপ দে জানান নবমীর দিন বাড়িতে কুমারী পূজার আয়োজন হয় । দুপুর ও রাতে থাকে খাওয়া-দাওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা । পুজোর সমস্ত দায়িত্ব সামলান পরিবারের মহিলারা । পারিবারিক পুজো হলেও দে পরিবারের জগদ্ধাত্রী পুজো দেখতে সামিল হন স্থানীয়রাও । আসে আত্মীয়-স্বজন । ফলে পুজোর দু’দিন মিলন মেলার চিত্র দেখা যায় দে পরিবারে ।