করোনা আবহে এবার দুর্গাপুরে অনলাইনে জগন্নাথদেবের পুজোর ব্যবস্থা
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৩জুনঃ
করোনার থাবা একদিকে যেমন কেড়ে নিয়েছে মানুষের সামাজিক অবস্থান তেমনই এই থাবা থেকে রেহাই পায়নি ধর্মীয় অনুষ্ঠানও। বাঙ্গালীর আব্রো মাসে তেরো পার্বন আর এই পার্বনের মধ্যে একটি অন্যতম অনুষ্ঠান হল রথযাত্রা। বেশ কয়েক মাস আগে থেকে এই রথযাত্রার প্রস্তুতি শুরু হয়। কিন্তু এ বছর বিশ্বব্যাপি করোনার আক্রমনে সেই রথযাত্রার অনুষ্ঠানে পড়েছে ভাঁটা। করোনার আক্রমন থেকে বাঁচতে তাই শিল্পাঞ্চল দুর্গাপুরে ইসকন সহ একাধিক রথযাত্রা উৎসব নমো নমো করে সাড়লেন উদ্যোক্তারা।
বেশ কড়াকড়ির মধ্যে দিয়ে এ বছর দুর্গাপুরের ইসকন মন্দিরে রথযাত্রা উতসব শুরু হল। পুজোর নিয়ম মানার জন্য মন্দির প্রাঙ্গণেই তৈরী করা হয়েছে মাসির বাড়ি। সেখানেই নয় দিন থাকবে জগন্নাথদেব। আজ সামাজিক ও স্বাস্থ্যবিধি পালনের জন্য নিয়ম করে ২০জন করে ভক্তদের মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। সুধু তাই নয় মন্দিরে ঢুকতে গেলে প্রথমেই পা ধুয়ে, মুখে মাস্ক পড়ে ঢুকতে হবে। সাথে স্যানিটাইজার দিয়ে ভক্তদের নিজেদের জীবানুমুক্ত করতে হয়। পাশাপাশি ভক্তদের কথা মাথায় রেখে মন্দির কমিটি এ বছর অনলাইনের মাধ্যমে সব কিছুর ব্যবস্থা করেছে। অনলাইনের মাধ্যমে ভগবান দর্শণ থেকে শুরু করে পুজোও দিতে পারবেন তাঁরা বলে জানানো হয় মন্দির কমিটির পক্ষ থেকে।
অপরদিকে, বি জোনের জগন্নাথ দেবের মন্দিরেও সামাজিক দুরত্ব বজায় রেখে পুজো দেন ভক্তরা। করোনার সংক্রমনের বিষয়টি মাথায় রেখে থার্মাল স্ক্রিনিং করে স্যানিটাইজার ব্যবহার করে তবেই মন্দিরে প্রবেশের অনুমতি পান ভক্তরা। সাথে অবশ্যই পরতে হয় মাস্ক। তবে করোনা সংক্রমন সহ সামাজিক দুরত্বের কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে শিল্পাঞ্চলের সব থেকে জনপ্রিয় রাজীব গান্ধী মেলা ময়দানের রথযাত্রা উপলক্ষ করে যে মেলা বসে সেই মেলা। সব মিলিয়ে এ বছর শিল্পাঞ্চল দুর্গাপুরে পালিত হল প্রাণহীন রথযাত্রা উৎসব।
করোনা আবহে এড়াতে দুর্গাপুরে ভক্তদের জন্য অনলাইনে জগন্নাথদেবের পুজোর ব্যবস্থা