৬টি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটকালো জামুড়িয়া পুলিশ, গ্রেফতার ৬
আমার কথা, পশ্চিম বর্ধমান(জামুড়িয়া), ২০মেঃ
অবৈধ ৬টি বালির ট্রাক্টর আটক করে জামুড়িয়ার থানার পুলিশ অবৈধ বালি পাচার রুখতে নেমে পড়েছে পুলিশ। বেশ কিছুদিন থেকে জামুড়িয়ায় অজয় নদী থেকে অবৈধভাবে বালি মাফিয়ারা বালি চুরি করছিল বলে অভিযোগ। আজ শুক্রবার ভোর রাতে জামুড়িয়া থানার পুলিশ অজয় নদী থেকে আসা ছটি বালি বোঝাই ট্রাক্টর আটক করে।
জামুড়িয়ার অজয় নদীর ঘাটের স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধভাবে বালি তোলার কারণে প্রায় দিনই নদীতে দুর্ঘটনা ঘটে থাকে ।বারবার প্রশাসনকে জানানোর পরও বন্ধ হচ্ছিলো না বালি চুরি। আজ জামুড়িয়া থানার পুলিশের তৎপরতায় আটক করা হয়েছে ৬টি বালির ট্রাক্টর। যদিও এই ঘটনায় ৬জনকে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ।