অন্ডালে জনগর্জণ সভার সমর্থনে মহা মিছিল তৃণমূলের
আমার কথা, অন্ডাল, ৮ মার্চ:
কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আগামী ১০ তারিখ কলকাতার ব্রিগেড প্যারেড মাঠে হবে তৃণমূলের জনগর্জন সভা । সভার সমর্থনে রাজ্যজুড়ে চলছে শাসক দলের প্রস্তুতি । সভাতে যোগদানের আহ্বান জানিয়ে শুক্রবার শাসক দল তৃণমূল কংগ্রেস মহা মিছিল করলো অন্ডালে । এদিন বিকেলে মিছিলটি শুরু হয় অন্ডাল মোড় থেকে । দীর্ঘনালা, বাজার, থানা রোড পেরিয়ে মিছিলটি শেষ হয় পোস্ট অফিস মোড়ে । মিছিলে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, দলের ব্লক সভাপতি কালোবরন মন্ডল, কৌশিক মন্ডল, সুধীন পান্ডে সহ অন্যরা । এদিনের মিছিলে প্রায় হাজারেরও বেশি কর্মী সমর্থক যোগ দিয়েছিল বলে জানানো হয় দলের পক্ষ থেকে ।