শীর্ষা গ্রামের ক্ষতিগ্রস্থদের আশ্বাস জিতেন্দ্রর, ‘নাটক’-কটাক্ষ তৃণমূলের
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ১০ ডিসেম্বরঃ
রবিবার ধস কবলিত শীর্ষা গ্রাম পরিদর্শন করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। গ্রামবাসীদের দিলেন পাশে থাকার বার্তা। নাটক করতেই বিরোধী নেতার আগমন কটাক্ষ তৃণমূলের।
প্রায় ছয় মাস আগে ঝাঁঝরা প্রজেক্টের খনির নিচে বিস্ফোরণের ফলে লাউদোহা পঞ্চায়েতের শীর্ষা গ্রামে ধস ও ঘরবাড়ির ক্ষতি হয়। বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় অস্থায়ী শিবিরে আশ্রয় হয় বাসিন্দাদের। সম্প্রতি সেই অস্থায়ী শিবির বন্ধ করে দেয় সংস্থা। পুনর্বাসন দেওয়ার কথা থাকলেও সেই কাজ এখনো শুরু করেনি ইসিএল। এমন অবস্থায় অস্থায়ী শিবির থেকে নিজের নিজের বাড়ি ফিরতে বাধ্য হন বাসিন্দারা। গত বৃহস্পতিবার গভীর রাতে আবার ওই এলাকায় বিস্ফোরণের জেরে বেশ কয়েকটি বাড়িতে বড়সড় ফাটল দেখা দেয়। আতঙ্ক ছড়ায় এলাকায়। দ্রুত পুনর্বাসনের দাবিতে শুক্রবার ঝাঁঝরা এমআইসি মোড়ে ইসিএলের পরিবহন আটকে বিক্ষোভ দেখান বাসিন্দারা। পরে আধিকারিকদের আশ্বাসে বিক্ষোভ ওঠে। আগামী সোমবার শীর্ষা গ্রামে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পরিদর্শন করতে যাওয়ার কথা ঘোষণা করে তৃণমূল নেতৃত্ব। কিন্তু শাসকদলের যাওয়ার আগেই এদিন শনিবার শীর্ষা গ্রাম পরিদর্শনে যান বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। এদিন বেলা একটা নাগাদ তিনি সেখানে পৌঁছান। কথা বলেন ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সাথে। সাংবাদিকদের একাংশের কাছে জিতেন্দ্র তেওয়ারি বলেন ইসিএলকে দ্রুত পুনর্বাসনের কাজ সম্পন্ন করতে হবে। চলতি মাসেই সেই কাজ সম্পূর্ণ না হলে গোটা ঝাঁঝরা প্রজেক্ট স্তব্ধ করে দেওয়ার হুমকি দেন জিতেন্দ্র বাবু। এদিন বিরোধী নেতার আগমনকে নাটক বলে কটাক্ষ করেন তৃণমূলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় বলেন সংবাদ মাধ্যমের ক্যামেরায় মুখ দেখাতে তিনি এসেছিলেন। পাশাপাশি দাবি করেন ক্ষতিগ্রস্তের পাশে প্রথম দিন থেকেই রয়েছে তৃণমূল। সংস্থার সাথে পুনর্বাসন নিয়ে কথাও চূড়ান্ত হয়েছে।