করোনা ভাইরাসের আতঙ্কে ঝাড়খন্ড ও বাংলা সীমান্ত সিল করল প্রশাসন
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৩মার্চঃ
করোনা ভাইরাস নিয়ে বলা যায় গোটা দেশে লাল সতর্কতা জারী করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও এই ব্যাপারে তৎপর যাতে কোনো ভাবেই যেন এই রোগ এ রাজ্যে ছড়াতে না পারে। তাই তাঁর নির্দেশ অনুযায়ী পুলিশের পক্ষ থেকে রবিবার রাত বারোটা থেকে কুলটি থানা এলাকার চৌরঙ্গী ফাঁড়ির ডুবুরডি চেকপোস্ট সিল করে দেওয়া হয়েছে যাতে ঝাড়খন্ড থেকে আসা খাদ্যদ্রব্য ও ওষুধ বোঝাই গাড়ি ছাড়া আর কোনো গাড়ি যেন এরাজ্যে প্রবেশ করতে না পারে। অন্যান্য সমস্ত গাড়িগুলিকে ঝাড়খন্ডের দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে । কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমনাথ ভট্টাচার্য ও চৌরঙ্গী ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অনন্ত রায়ের নেতৃত্বে র্যা ফ ও পুলিশ লাইনের এক বিশাল দল নিয়ে এই অভিযান চালানো হয়। ঝাড়খন্ড থেকে আসা প্রত্যেকটি গাড়িকে ভালোভাবে চেক করার পর একমাত্র খাদ্যদ্রব্য ও ওষুধ বোঝাই গাড়িকেই পশ্চিমবঙ্গে ঢোকার অনুমতি দেওয়া হয়। এছাড়া ঝাড়খন্ড থেকে আসা অন্য সমস্ত রকম লরি ট্রাক বাসকে ঝাড়খন্ড ফিরিয়ে দেওয়া হয়।